Select Page

‘ধ্যাততেরিকি’ দেখতে যাননি শুভ

‘ধ্যাততেরিকি’ দেখতে যাননি শুভ

আরিফিন শুভর নতুন ছবি ‘ধ্যাততেরিকি’ মুক্তি পেয়েছে শুক্রবার। প্রতিবার নিজের ছবি মুক্তি পাওয়ার পর প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দর্শক আসনে বসে উপভোগ করেন এই অভিনেতা। তবে এবার আর সে সুযোগ হয়ে ওঠেনি। খবর মানবজমিন।

কারণ বেশ কিছুদিন ধরেই তার মা খায়রুন নাহার বেশ অসুস্থ।  বৃহস্পতিবার মায়ের অসুস্থতার খবর পেয়ে শুভ দ্রুত তার গ্রামের বাড়ি ময়মনসিংহ চলে যান। সেখান থেকে মাকে নিয়ে এসে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করিয়েছেন।

শুভ বলেন, সম্প্রতি আমার মুক্তি পাওয়া নতুন ছবি ‘ধ্যাততেরিকি’-এর প্রচারণার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। গত শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে। আমি এটি এখনো দেখতে প্রেক্ষাগৃহে যেতে পারিনি। মায়ের অসুস্থতার কথা জানার পরই তাকে দ্রুত ঢাকায় এনেছি। ডাক্তার এখনো কিছু বলতে পারছেন না। বেশকিছু টেস্টও দিয়েছেন। আরো কয়েকদিন পর হয়তো জানা যাবে। আর আমার ভক্তদের মধ্যে যারা এখনো ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখেননি তারা অবশ্যই দেখবেন আশা করি।

আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া অভিনীত ‘ধ্যাততেরিকি’ ছবিটি গত শুক্রবার ঢাকাসহ সারা দেশে মুক্তি পেয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তি পাওয়া এ ছবিটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি বেশ ভালো চলছে বলেও জানিয়েছেন এই অভিনেতা।


মন্তব্য করুন