
ধ্রুব এষের গল্প নিয়ে সিনেমা
প্রখ্যাত প্রচ্ছদশিল্পী ও কথাসাহিত্যিক ধ্রুব এষের ‘শঙ্খনীল দাস স্মরণ সংখ্যা’ উপন্যাস অবলম্বনে ‘উত্তরপুরুষ’ নামে চলচ্চিত্র নির্মাণ করছেন তরুণ নির্মাতা দীপান্ত সরকার।
ইতিমধ্যে চলচ্চিত্রের কলাকুশলী নির্বাচনের কাজ শুরু হয়েছে। রামলীলা প্রযোজিত চলচ্চিত্রটির চিত্রধারণ শুরু হবে আগামী সেপ্টেম্বরে।
নির্মাতা দীপান্ত সরকার বলেন, ধ্রুব এষ বাংলাদেশের কিংবদন্তী প্রচ্ছদশিল্পী। পাশাপাশি তিনি একজন শক্তিমান কথাসাহিত্যিক। ‘শঙ্খনীল দাস স্মরণ সংখ্যা’ উপন্যাসটিতে তিনি সে স্বাক্ষর রেখেছেন। ধ্রুব এষের জীবনের প্রচ্ছন্ন ছাপ রয়েছে গল্পটিতে।
ধ্রুব এষ বলেন, দীপান্ত সরকার নবীন নির্মাতা। পরিচালক হিসেবে ওকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছি। সিনেমার জন্য গল্পে প্রয়োজনীয় পরিবর্তন করবে। এক্ষেত্রে আমার কোনো বাধা নেই। আমি শুধু চাই, একটা ভালো সিনেমা তৈরি হোক।
অামাদের সুপারিশ