Select Page

নকল গল্পে শাকিব ব্যবসাসফল নন, মৌলিক গল্পে মোশাররফ

নকল গল্পে শাকিব ব্যবসাসফল নন, মৌলিক গল্পে মোশাররফ

# সর্বশেষ সিনেমা ‘ক্যাপ্টেন খান’র ভরাডুবির জন্য নকল গল্পকে দায়ি করলেন ওয়াজেদ আলী সুমন
# এবার মৌলিক গল্পে ছবি হাতে নিয়েছেন। নায়ক হিসেবে আছেন মোশাররফ করিম
# ছবির নাম ‘রঙিন ফানুস’। মার্চে শুরু হবে শুটিং

ওয়াজেদ আলী সুমনের মুক্তি পাওয়া সর্বশেষ সিনেমা শাকিব খান অভিনীত ‘ক্যাপ্টেন খান’ তেমন একটা ব্যবসা করেনি। এর জন্য পরিচালক দুষছেন নকল গল্পকে। এবার তিনি মোশাররফ করিমকে নিয়ে মৌলিক গল্পের সিনেমা বানাতে যাচ্ছেন।

এনটিভি অনলাইনের এক প্রতিবেদনে জানা যায়, আগামী মার্চ থেকে শুরু হচ্ছে ছবির শুটিং। ‘রঙিন ফানুস’ শিরোনামে এই ছবির চিত্রনাট্য লিখছেন ফেরারী ফরহাদ। তিনি এর আগে শাকিব খান অভিনীত ‘নোলক’ -এর চিত্রনাট্য লিখেছেন।

মৌলিক গল্প নিয়ে নির্মাণ হবে ‘রঙিন ফানুস’। এ বিষয়ে সুমন বলেন, “এখন আর দর্শক নকল গল্পের ছবি দেখতে চায় না। ইউটিউবের মাধ্যমে সবাই সব দেশের ছবি আগেই দেখে ফেলে। আমার এই ছবির গল্প একেবারে মৌলিক। এর আগে গত ঈদুল আজহায় আমি নির্মাণ করেছিলাম শাকিব খানকে নিয়ে ‘ক্যাপ্টেন খান’। সুন্দর নির্মাণ নিয়ে সবাই প্রশংসা করলেও আমরা যতটা আশা করেছিলাম ততটা ব্যবসা করতে পারেনি ছবিটি। কারণ ছবিটি নকল গল্পের। তবে এই ছবি দিয়ে আমি দেখাতে পেরেছি কত কম বাজেটে আমরা সুন্দর ছবি নির্মাণ করতে পারি।”

মোশাররফ করিম প্রসঙ্গে বলেন, ‘আমি চলচ্চিত্রের মধ্যে চমক রাখতে চেষ্টা করি। এই ছবিতে আমার বিশেষ চমক মোশাররফ করিম। আমাদের দেশের গুণী একজন শিল্পী তিনি। যেকোনো চরিত্র সাবলিল ভাবে ফুটিয়ে তুলেন তিনি। অনেক ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম। এই ছবিতে নতুন রূপে মোশাররফ করিমকে দেখতে পাবেন সবাই।’

ছবিটিতে আরো কারা অভিনয় করবেন এখন সেটা জানাতে চান না পরিচালক ওয়াজেদ আলী সুমন। বললেন, ‘শিগগিরই সংবাদ সম্মেলন করে ছবির সব শিল্পীর নাম ঘোষণা করব।’

এবার আগে মোশাররফকে নিয়ে ‘ফালতু’ নামের একটি ছবি পরিকল্পনা করেন সুমন।


মন্তব্য করুন