Select Page

নকল ছবি ‘অন্তর জ্বালা’, পরিচালক মালেক আফসারীর সাফাই

নকল ছবি ‘অন্তর জ্বালা’, পরিচালক মালেক আফসারীর সাফাই

একদিন আগে প্রকাশ হয়েছে মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ সিনেমার টাইটেল গান। কথা, সুর ও দৃশ্যায়নের প্রশংসার পরপর জানা গেল গান ও সিনেমাটি নকল। দক্ষিণ ভারতীয় সিনেমা অবলম্বনে নির্মিত হয়েছে।

অবশ্য দমবার পাত্র নন মালেক আফসারী। ফেসবুকে খোলাখুলি স্বীকার করে নিলেন অভিযোগ।

তিনি বলেন, ‘কলকাতা সিনেমা ইন্ডাস্ট্রি গত ৮/১০ বছর যাবত সাউথের ছবিকে ফলো করছে। (ডুবে যাওয়া থেকে বেঁচেছে) আর আমি ফলো করছি গত ৩০ বছর। বলা যায় সাউথ আমার আসল স্কুল। আমাদের দর্শক ঘরে বসে জলসা মুভি / Zee বাংলা সিনেমায় যে সব মুভি দেখেন সব সাউথের বাংলা কপি।’

আরো বলেন, ‘সিনেমা একটি ইন্ডাস্ট্রি। চালু প্রডাক্ট মার্কেটে দিতে হয়…… যেমন যৌথ প্রযোজনার ছবিগুলো (লোহাই তো লোহা কাটে) সাউথের ছবিকে ফলো করে বোম্বের স্টার’রা টিকে আছে এবং কলকাতা ও বাংলাদশের স্টার’রা টিকে গেছে । এখন তো হলিউড’ও সাউথ’কে ফলো করছে। আমার অনেক স্ট্যাটাসে এবং টিভি চ্যানেলে বলেছি আমি মৌলিক ছবি বানাই না। প্রযোজকের টাকা দিয়ে ছিনিমিনি খেলার বদভ্যাস আমার নাই। আমি বুদ্ধিজীবী নই। আমি শুধু একজন পেশাদার পরিচালক।’

‘অন্তর জ্বালা’ মুক্তি পাবে ১৫ ডিসেম্বর। প্রধান দুই চরিত্রে আছেন জায়েদ খান ও পরী মনি।


মন্তব্য করুন