Select Page

নতুন ছবিতে পারভেজ

নতুন ছবিতে পারভেজ

79141_e5সেলিম এল রহমান নির্মাণ করছেন ‘অনেক বৃষ্টি ঝরে তুমি এলে’ নামের ছবি। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন পারভেজ চৌধুরী আবীর। তার বিপরীতে রয়েছেন কলকাতার মডেল টোয়া।

রোমান্টিক এ ছবিতে পারভেজকে কখনও উগ্র চরিত্রে আবার কখনও প্রেমিক পুরুষ হিসেবে দেখা যাবে। পারভেজ বলেন, অনেক দিন ধরে এমন একটি চরিত্রের জন্য অপেক্ষা করছিলাম। আমি ছোটবেলা থেকে মঞ্চ নাটকে অভিনয় করে আসছি। ফলে অভিনয়ের শিকড় পর্যন্ত আমার বিস্তৃতি। চরিত্রের যত বেশি গভীরতা থাকবে আমিও তত বেশি অভিনয়ের সুযোগ পাবো। সেই লোভেই ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আশা করি দর্শকরা আমার অভিনয় দেখে মুগ্ধ হবেন।

জানুয়ারি থেকেই ছবিটির শুটিং শুরু হবে। এখন চলছে গান রেকর্ডিং এবং পাণ্ডুলিপির কাজ। এরই মধ্যে পরিচালক টোয়াকে চুক্তিবদ্ধ করেছেন। ছবির সংগীত পরিচালনা করছেন আলাউদ্দিন আলী ও আলী আকরাম শুভ। গান লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান ও সুদীপ কুমার দীপ।

উল্লেখ্য, পারভেজ এর আগে শাহাদাৎ হোসেন লিটনের ‘বাপ বড় না শ্বশুর বড়’ আশরাফুর রহমানের ‘তুমি আসবে বলে’ ছবিতে অভিনয় করেছেন। ছবি দুটিতে পারভেজের নায়িকা হিসেবে ছিলেন যথাক্রমে রেসিনিপুণ। এছাড়া আশরাফুর রহমানের পরিচালনায় ‘কাঁটা’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন পারভেজ। এ ছবিতে পারভেজের নায়িকা হিসেবে আছেন লাক্স সুন্দরী সোমা।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন