Select Page

নতুন জুটি নিরব-তানহা

নতুন জুটি নিরব-তানহা

8421_e3অমৃতার পর এবার তানহা নামের একজন নবাগত নায়িকাকে নিয়ে জুটি হয়ে ছবিতে অভিনয় করছেন নিরব। সমপ্রতি ছবির চুক্তি সাক্ষরিত হয়েছে। ছবির নাম ‘ভোলা তো যায় না তারে’। ছবিটি পরিচালনা করছেন রফিক শিকদার।

ছবিটি প্রসঙ্গে পরিচালক রফিক শিকদার মানব জমিনকে জানান, আসছে মাস থেকে ছবির শুটিং শুরু হবে। টানা ১৫ দিন এই শুটিং চলবে বলে জানা যায়। ঢাকা, রাঙ্গামাটিসহ বিভিন্ন জায়গায় ছবির শুটিং হবে।

নতুন নায়িকা প্রসঙ্গে নিরব বলেন, তানহা খুব লক্ষ্মী একটা মেয়ে। ছবির প্রতি তার ভিন্ন আগ্রহ আছে। আশা করছি আমাদের দুজনের রসায়নও বেশ ভালই হবে।

তানহা বলেন, নিরব ভাই বলেই ছবিতে অভিনয়ে রাজি হয়েছি। সেই হিসেবে ছবির গল্পটিও ভাল মনে হয়েছে আমার। সবাই আমার জন্যে দোয়া করবেন।


মন্তব্য করুন