Select Page

নতুন লুকে অনন্ত-বর্ষা

নতুন লুকে অনন্ত-বর্ষা

201303023-mw_0

নতুন একটি লুকে দেখা যাবে অনন্ত জলিলবর্ষাকে। নতুন ছবি ‘দ্য স্পাই’-এর জন্য তারা অনেকদিন ধরে প্রস্তুতি নিলেন।  সম্প্রতি ওই চলচ্চিত্রে নিজেদের চরিত্রের গেটাপ কেমন হবে তার একটি মহড়াও দিয়েছেন অনন্ত-বর্ষা।

এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি দর্শকদের সামনে নিজেকে সম্পূর্ণ নতুন এবং আলাদাভাবে উপস্থাপন করতে। আগে ছবিগুলোতে দর্শকরা সেই নতুনত্ব খুঁজে পেয়েছেন। দ্য স্পাই ছবিতে তাদের জন্য থাকছে আরও নতুন কিছু। আশা করছি এবার আরও বেশি সফল হব।’

বর্ষা বলেন, ‘অনেক চিন্তা-ভাবনা করে নতুন এ গেটাপ তৈরি করেছি। দীর্ঘদিন পর দর্শকদের সামনে হাজির হব। তাই তাদের ভিন্নরকম কিছু দেয়ার ইচ্ছা থেকেই নতুন এ গেটাপ নেয়া।’

সূত্র : যুগান্তর।


মন্তব্য করুন