Select Page

নতুন সিনেমায় নওশাবা

নতুন সিনেমায় নওশাবা

Nowshaba-3

‘চন্দ্রাবতীর কথা’ নামে নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন কাজী নওশাবা আহমেদ।  ময়মনসিংহ গীতিকার গল্প অবলম্বনে সরকারি অনুদানের সিনেমাটি নির্মাণ করছেন এন রাশেদ চৌধুরী। পাশাপাশি প্রযোজনা করবে বেঙ্গল ক্রিয়েশন্স। ১৫ ডিসেম্বর থেকে শুটিং শুরু হবে।

নতুন চলচ্চিত্র প্রসঙ্গে বাংলামেইলকে বলেন, “সোনাই’ নামে একটি চরিত্রে কাজ করছি। চরিত্রটির মাঝে বাঙালী নারীর শ্বাশত রূপ ফুটে উঠবে। বাঙালী নারীর মতোই পরিবার, স্বামী ও সংসারকে আগলে রাখে ‘সোনাই’। চ্যালেঞ্জ নিয়েই কাজটি করছি। আশা করি এই ছবিতে দর্শকরা সম্পূর্ণ ভিন্নধর্মী চরিত্রে দেখবে।”

২০১৩ সালে ‘উধাও‘ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নওশাবা। তার অভিনীত ‘আলগা নোঙর’ ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পাবে। ‘আন্ডার কন্সট্রাকশন’ ও ‘প্রতিরুদ্ধ’ নামে আরো দুটি সিনেমায় অভিনয় করছেন তিনি।


মন্তব্য করুন