Select Page

‘নদীর বুকে চাঁদ’ পরী-সাইমন

‘নদীর বুকে চাঁদ’ পরী-সাইমন

pori-saimon

এক সময় বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছিলেন সঙ্গীত পরিচালক শওকাত। তার সুর ও সঙ্গীতে জনপ্রিয়তা পাওয়া গানের মধ্যে ‘এক আকাশের তারা তুই একা গুনিসনে’, ‘পাগলা হাওয়া’, ‘নদীর বুকে চাঁদ’, ‘নিশিকালো মেঘ দেখে ভাবিসনে তুই’, ‘দিল’ উল্লেখযোগ্য।

এ ছাড়া বেশকিছু মিউজিক ভিডিও নির্মাণ করেও আলোচিত হয়েছিলেন শাওকাত। দীর্ঘদিন ধরে ছিলেন অন্তরালে। সেই শওকাত এবার আবির্ভূত হতে যাচ্ছেন চলচ্চিত্র পরিচালক হিসেবে। তার একটি জনপ্রিয় গানের শিরোনামে এ সিনেমার নাম রাখা হয়েছে- ‘নদীর বুকে চাঁদ’। পরিচালনার পাশাপাশি এ চলচ্চিত্রের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন শওকাত নিজেই। তারুণ্য, সাসপেনস, গতি ও রোমান্স নিয়ে এ ছবিটির গল্প গড়ে উঠেছে।

১১ মে থেকে শুটিং শুরু হয়েছে এ চলচ্চিত্রের। রোমান্টিক গল্পনির্ভর এ ছবিটির দ্বিতীয় লটের কাজ খুব শিগগিরই শুরু হবে বান্দরবানে। এদিকে সিলেটে গানের দৃশ্যের শুটিংয়েও অংশ নিয়েছেন পরীমনি। এতে অভিনয় করছেন- ওমর সানী, সাইমন সাদিক, পরী মনি প্রমুখ। সঙ্গীত পরিচালনা থেকে চলচ্চিত্র নির্মাণে আসা প্রসঙ্গে শওকাত ইসলাম বলেন, ‘গত কয়েক বছরে অডিও ব্যবসার মন্দাবস্থার কারণে আমি মনের মতো গান বানাতে পারছিলাম না। তাই একটা যন্ত্রণা অনুভব করতাম। বলতে গেলে, দর্শক-শ্রোতাদের ভালো গান উপহার দিতেই আমি চলচ্চিত্র নির্মাণে এসেছি।


মন্তব্য করুন