Select Page

নবাগত সাজিদ খান

নবাগত সাজিদ খান

60253_e4নায়ক সাজিদ খানকে খুব কম দর্শক চিনলেও তার একটি চলচ্চিত্রের নাম অনেকের জানা। রাজধানীর বিভিন্ন দেয়ালে ছাপ মারা ‘এক পায়ে নূপুর’ নামটি অনেকের চোখে পড়েছে।

‘এক পায়ে নূপুর’ ছবির পরিচালক বাবুল রেজা, নায়িকা নবাগতা অনামিকা। প্রযোজক এসএম টেলিমিডিয়া।

ইতিমধ্যেই সাজিদ অভিনীত প্রথম ছবি ‘অন্তরে প্রেমের জ্বালা’ মুক্তি পেয়েছে। কালাম কায়সার পরিচালিত এই ছবিতে তার নায়িকা ছিলেন সানাই।

বর্তমানে ‘এক পায়ে নূপুর’ ছাড়াও তিনি অভিনয় করছেন বাবুল রেজার ‘গ্রেপ্তার’, জুয়েল ফারসির ‘এবার তো হবে প্রেম’ এবং সাইফুল ইসলামের ‘মিলন সেতু’। এসব ছবিতে তার নায়িকা রত্না, অনন ও সেজুতি।

অভিনয়ের পাশাপাশি তিনটি নাচের স্কুল পরিচালনা করছেন সাজিদ। ইয়াংস্টার ড্যান্স ক্লাব নামে এই নাচের স্কুলের প্রধান শাখা বনশ্রীতে। বাকি দুটি শাখা গাজীপুর ও চট্টগ্রাম রোডে।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন