Select Page

নস্টালজিক করবে বাপ্পী-মিমের এ গান (ভিডিও)

নস্টালজিক করবে বাপ্পী-মিমের এ গান (ভিডিও)

মুক্তির অপেক্ষায় আছে বাপ্পী চৌধুরী ও বিদ্যা সিনহা মিম অভিনীত নতুন ছবি ‘দাগ’। প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম গান ‘তুমি বাঁধনি আমাকে’। পুরনো দিনের লিরিক ও সুরের আভাস আছে এতে। যা অনেকেই নস্টালজিক করে তুলবে।

‘তুমি বাঁধনি আমাকে, সাধনি আমাকে, তবু আমি বাঁধা পড়েছি, মরেছি, ভালোবেসে আমি মরেছি’- মোহাম্মদ রফিকুজ্জামানের লেখা এমনই কথায় সুর ও সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ। গানটিতে কণ্ঠ দিয়েছেন কনক চাঁপা ও আতিক হাসান।

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে পরিচালক তারেক সিকদার নির্মাণ করেছেন ‘দাগ’। ছবিতে আরও আছেন আঁচল। আঁচল ও মিম দুই বোনের ভূমিকায় অভিনয় করেছেন।

ছবিতে একজন চিত্রশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন মিম। খুব সাদামাটা একটি মেয়ে। যার আঁকা ছবি দেখে তার খোঁজে লন্ডন থেকে বাপ্পী ছুটে আসেন। আঁচলের চরিত্রটি খুব চঞ্চল একজন মেয়ের। সেও বাপ্পীকে ভালোবেসে ফেলে। নানা টানা-পোড়েনের মধ্যে দিয়ে গল্প এগিয়ে যায়।

‘দাগ’-এর কাহিনি লিখেছেন কামাল আহমেদ, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মোহাম্মদ রফিকুজ্জামান।


মন্তব্য করুন