Select Page

নায়িকা-লোকেশন ছাড়া নতুন কিছু নেই ‘রাজকুমার’-এর টাইটেল গানে

নায়িকা-লোকেশন ছাড়া নতুন কিছু নেই ‘রাজকুমার’-এর টাইটেল গানে

বালাম আর কোনালের কণ্ঠে গত বছর শুধু শাকিব খানের সিনেমা বলেই টাইটেল গান ‘প্রিয়তমা’ হিট করেছিল। যদিও বালামের সিগনেচার ভয়েসের দফারফা করে ছেড়েছিলেন কলকাতার আকাশ সেন। দশ মাসের মাথায় ঠিক যেন একই গানটি প্রকাশ হলো। বদল শুধু নায়িকা আর লোকেশনে। সুরের সঙ্গে সঙ্গে কথাও প্রায় একই!

এতদিন শাকিবের জন্মদিনে বুর্জ খলিফায় ট্রেলার দেখানোর গল্প শোনালেও শুধু গতানুগতিক গানটি উপহার দিলেন প্রযোজক আরশাদ আদনান ও পরিচালক হিমেল আশরাফ। অবশ্য নায়কের ভক্তের সৌজন্যে নিউইয়র্কের টাইমস স্কয়ারের ডিজিটাল বিলবোর্ডে দেখা গেল শাকিবের ছবি।

গীতিকবি আসিফ ইকবাল লেখা ‘রাজকুমার’ গানটি আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় ইউটিউব-ফেসবুকে প্রকাশ করা হয়েছে।

পৌনে চার মিনিটের ‘রাজকুমার’-এর পুরোটা ধারণ করা হয়েছে নিউ ইয়র্কে। কয়েক দিন আগে প্রকাশিত লুকে কখনও টাইমস স্কয়ারে এলাকায়, কখনও তুষারে আবৃত অঞ্চলে রোমান্স করেছেন শাকিব। ব্যাকগ্রাউন্ডে বাজছে বালাম-কোনালের কণ্ঠ। তারা গাইছেন ‘জনম জনমের ভালোবাসা তোমার আর আমার/ তোমার রূপকথাতে আমি হবো রাজকুমার’।

গানের সঙ্গে শাকিব ঠোঁট মিলিয়েছেন বটে। তবে নায়িকা শুধু হাসিতেই নিজেকে বন্দী রেখেছেন। সম্ভাবত বিদেশী নায়িকার কণ্ঠে বাংলা গান হাস্যকর শোনানোর ঝুঁকি নেননি নির্মাতা। স্বভাবতই ছিল না বাংলা সিনেমার নায়িকাদের ভাবভঙ্গি। সম্ভবত তবে এ কারণে দর্শকের একাংশ অসন্তোষ প্রকাশ করছেন।

‘রাজকুমার’ গানের কোরিওগ্রাফি করেছেন বলিউডের আদিল শেখ। যদিও ঠাণ্ডা মেজাজের প্রেমের গান হওয়াতে নৃত্যের কোনও ঝলক দেখানোর সুযোগ পাননি তিনি।

পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘রাজকুমার’। এতে শাকিব খান ছাড়াও এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ। শোনা যাচ্ছে শাকিবের মায়ের চরিত্র করেছেন মাহিয়া মাহি। ভার্সেটাইল মিডিয়া পরিচালিত ‘রাজকুমার’ মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে।


মন্তব্য করুন