Select Page

সব পেছনে ফেলে ‘জংলি’ ঝড়

সব পেছনে ফেলে ‘জংলি’ ঝড়

কয়েকদিন পরেই ঈদুল ফিতর। মুক্তির ঘোষণায় রয়েছে ডজন খানেক সিনেমা। এর মধ্যে রাজকুমার, কাজলরেখা ও দেয়ালের দেশ কিছুটা আগ্রহ জাগালেও তোলপাড় তুলতে পারছে না কোনোটিই। এর মধ্যে ঈদুল আজহার জন্য নির্মিতব্য ‘তুফান’-এর পোস্টার করেছে বাজিমাত। তবে এখন পর্যন্ত শেষ হাসি হাসলেন সিয়াম আহমেদ।

অভিনেতার জন্মদিন উপলক্ষে গতকাল শুক্রবার (২৯ মার্চ) প্রকাশ হয় ‘জংলি’ শিরোনামের ছবির পোস্টার। আগামী ঈদুল আজহায় ছবিটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।

সেখানে দেখা যাচ্ছে, সিয়ামের পরনে লুঙ্গি, গালভর্তি দাড়ি, চুল উষ্কখুষ্ক, চোখে সানগ্লাস, ঠোঁটে তামাক পাতা, বাঁ হাতে দিয়াশলাই কাঠি, পেছনে আগুনের লেলিহান শিখা। পুড়ছে দোকান, পায়ের নিচে তুমুল আক্রোশের শিকার হওয়া কারো দেহ, চোখেমুখে প্রতিশোধের স্পৃহা। ডান হাতে রক্তাক্ত মঙ্গুজ ব্যাট। হাতের ওপর বসে থাকা একটি কাক, কাকের লাল চোখ জন্ম দিচ্ছে কৌতুহলের। তবে পোস্টারের জন্য ভারতীয় অনগ্রসর রাজ্যগুলোর মানুষদের নিয়ে সিনেমার লুকের মিল পাওয়া যাচ্ছে। বাংলাদেশে এমন ‘জংলি’ কোথায়! তা সত্ত্বেও আপাতত সব আলো কেড়ে নিয়েছে পোস্টারটি।

গত বছরের অক্টোবরে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় ক্যামিওরোল নিয়ে সর্বশেষ পর্দায় হাজির হন সিয়াম আহমেদ। কিন্তু প্রায় তিন বছরে নতুন কোনো সিনেমার ঘোষণা দেননি। পরপর ব্যর্থতায় এ নায়কের ক্যারিয়ার হয়ে উঠে ধোয়াশাপূর্ণ। ওটিটিতে হাজির হয়েও সাড়া পাননি। তেমন সময় জন্মদিনের আনন্দঘন সন্ধ্যায় পোস্টার লুক প্রকাশ করে নতুন ছবির ঘোষণা এল।

এ প্রসঙ্গে সিয়াম সংবাদ মাধ্যমে বলেন, ‘প্রায় তিন বছর আগে দেশীয় নতুন ছবি হিসেবে ‘অন্তর্জাল’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। এরপর আর নতুন ছবির কাজ হয়নি। শিল্পীরা একটা কাজ থেকে আরেকটি কাজ ভালো করার চেষ্টা করেন। আর দর্শকেরও প্রত্যাশা থাকে শিল্পীদের কাছে। ভক্তদের সেই প্রত্যাশা পূরণের জন্যই এত সময় নেওয়া আমার। অপেক্ষায় ছিলাম ভালো কিছুর আশায়, ভিন্ন কিছুর আশায়। দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে সেই ধরনের একটি কাজ হাতে নিলাম। এমন আনন্দের সংবাদটি আমার জন্মদিনে সবার সঙ্গে ভাগাভাগি করলাম।’

‘জংলি’ ছবির পরিচালক এম রাহিম। তার  প্রথম সিনেমা ‘শান’–এরও নায়ক ছিলেন সিয়াম। দ্বিতীয় ছবিও সিয়ামকে নিয়ে করা প্রসঙ্গে রাহিম বলেন, ‘গল্পের প্রয়োজনেই সিয়ামের সঙ্গে পরপর কাজ হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে এই ছবির গল্প সিয়ামকে ভালো ডিমান্ড করে।’

এদিকে এই ছবিতে সিয়ামের বিপরীতে নায়িকা কে—তা প্রকাশ করা হয়নি। এ  ব্যাপারে পরিচালক বলেছেন, একটা উপযুক্ত পরিকল্পনা করে কাজটি নিয়ে এগোচ্ছি। এখনো নায়িকা চূড়ান্ত করিনি। কথাবার্তা চলছে। হয়ে যাবে। শুটিংয়ের আগে আগে নায়িকার নাম প্রকাশ করার ইচ্ছা।’

সিনেমাটি নির্মিত হয়েছে ফিলম্যান ও এমআইবি স্টুডিওজ প্রোডাকশনের ব্যানারে। এটি প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান।

আগামী ১৫ এপ্রিল থেকে ‘জংলি’র শুটিং শুরুর কথা আছে। একটানা শুটিং শেষ হবে ছবির।


মন্তব্য করুন