Select Page

তাঁতি/ কোক স্টুডিও বাংলার গান পার্টির ব্যাকগ্রাউন্ড ছাড়া কোথায় ব্যবহার হবে?

তাঁতি/ কোক স্টুডিও বাংলার গান পার্টির ব্যাকগ্রাউন্ড ছাড়া কোথায় ব্যবহার হবে?

রাজ্যের নেগেটিভিটি নিয়ে সারাদিনে একমাত্র গান শুনতে বসলাম। ইন্দালো’র নতুনটাও ধরিনি এখনো। ধরলাম কোক স্টুডিও’র ‘তাঁতি। জিরো এক্সপেক্টেশন নিয়ে, অর্ণবের কোর ফ্যান হয়ে—! ফ্রেশ মাইন্ড নিয়ে। মনোযোগ দিতে সাবটাইটেলও অফ করলাম। একটা গান শোনার পূর্ণাঙ্গ আয়োজন নিয়ে!

এ কী শুনলাম? না দেখলাম? জাস্ট হতভম্ব।

ওইযে ক্লাব ডিজে পার্টিতে পপুলার গানের দুই লাইন গেয়ে ঢিকিচিকি ধিকিচিকি বাজতে থাকে না, একটু পর আরেকটা লাইন গায়, আবার ধিকিচিকিধিকিচিকি। মনে হলো পুরো ৫ মিনিটে এভাবেই ‘তাঁতি গানটা খুঁজেছি। ভিডিওতেও এত কথার ভিড়ে ডুব অ্যালবামের মেনশন নাই। যেভাবে অর্ণব তার শান্তিনিকেতনীয় শিল্পসত্ত্বাকে বাণিজ্যিকীকরণ করছেন, স্রেফ হতাশা ছাড়া কোন অনুভূতি হয় না। মানে গান না, বিজ্ঞাপন দেখলাম।

জয়া আহসানের গায়কী চিনি ‘ডুবসাঁতার’ ফিল্মে ‘তোমার খোলা হাওয়া’ থেকে। এখানে তার গলা কই? পুরা লোকগীতি সম্মিলিত অংশগুলা জাস্ট চলে গেল, আলাদা করে কানে লাগার মতো কিচ্ছু নেই! লাগলো বরং র‌্যাপ পার্টটা। গানের তাগিদে অভিযোগ যদি নাও করি। ‘তাঁতি’ তে যতবার ফিরছে, যেন ট্রানজিশনটা হচ্ছে না, বেশিরভাগ কোকস্টুডিও বাংলা গানেই এই সমস্যা, ট্রানজিশনগুলা আমার পোষায় না। বিশেষ করে অর্ণবেরগুলা। যাই হোক বরাবরের মত বেইজ এনজয় করেছি৷

প্রতিটা ফ্রেম, আর্টিস্ট ক্লোজআপ যখনি দেখি, মনে হয় এত এত টাকা কিভাবে জলে ফেলছে এরা। বুঝলাম বিশ্বের কাছে ঐতিহ্য পৌঁছাচ্ছে। এসবে শেষমেশ হবেটা কী? যদি শ্রুতিমধুর একটা গানই না পেলাম। বলতে বাধ্য হচ্ছি তিন সিজনের পরেও ঘুরেফিরে টিভিতে ইন্ডিয়ান কোক স্টুডিও, মিক্সড টেপ চ্যানেলগুলাই শুনি। পছন্দের বলিউড গানগুলাকে কী সুন্দর রেন্ডিশন দেয় ওরা! মেটাল, রক প্রত্যেক ঘরানায় যত্নের ছাপ থাকে কাভারে। অরিজিনাল শুনেই সেসব কাভার চেক আউট করি।

কোক স্টুডিও বা ফিউশন তো মৌলিক গানটারই বিকল্প শিল্প হিসেবে বিবেচনা করে এসেছি, তাইলে এখন যা শুনছি তাতে মৌলিকতা কোথায়? খিচুড়ি পাকানো একটা কনটেন্ট ছাড়া? এগুলা পার্টি ফার্টিতে ব্যাকগ্রাউন্ডে পশনেস ছড়াতে ছেড়ে রাখা ছাড়া আর কোথায় ব্যবহৃত হবে বা হয়? কয়জন রাতে নিরালায় শুয়ে গড়াতে গড়াতে এই শোর গানের মোড়কে পণ্যগুলা শুনে আবেগে হারিয়ে যায়? এখন আসলেই ওই উইন্ড অব চেঞ্জ কে এই তুলনায় গ্র্যামি লেভেলের কিছু লাগছে! ওখানে অন্তত কেউ র‌্যাম্প ওয়াক করে শাড়ি প্রদর্শন করছে না।

A new low has been set…


লেখক সম্পর্কে বিস্তারিত

সিনিয়র কন্টেন্ট এক্সেকিউটিভ, বঙ্গ বিডি। সাবটাইটেল ও অনুবাদ আমার পেশা। শখে মুভি রিভিউ করি।

মন্তব্য করুন