Select Page

‘আদম’ নির্মাতার মৃত্যু, কত স্বপ্নের সমাধি…

‘আদম’ নির্মাতার মৃত্যু, কত স্বপ্নের সমাধি…

মাত্র একটি সিনেমা নির্মাণ করেছিলেন আবু তাওহীদ হিরণ। ‘আদম’ ব্যবসাসফল না হলেও বক্তব্য ও নির্মাণ প্রচেষ্টার জন্য পরিচিত পেয়েছিল। সেই পরিচালক হিরণ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার মৃত্যুতে অসমাপ্ত রয়ে গেল কিছু স্বপ্ন।

আবু তাওহীদ হিরণকে রাজধানীর মগবাজারের ফ্ল্যাটে আজ সোমবার (১৫ এপ্রিল) সকালে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে ডিরেক্টর গিল্ডসের নেতা কামরুজ্জামান সাগর বলেন, আজ ভোরে বাসার নিরাপত্তারক্ষীকে ফোন করে হিরণ জানান, তিনি স্ট্রোক করেছেন। এরপর দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকে নিথর অবস্থায় পাওয়া গেছে হিরণকে।

এই ফ্ল্যাটে একাই থাকতেন হিরুণ। তার গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে। সেখানেই তাকে দাফন করার কথা রয়েছে।

গত বছরের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল ‘আদম’। যেখানে অভিনয় করেছেন ইয়াশ রোহান, জান্নাতুল ফেরদৌস ঐশী, রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিমের মতো অভিনয়শিল্পী। গত বছরের রোজার ঈদে এটি মুক্তি পায়।

এছাড়া আবু তাওহীদ হিরণের হাতে ছিল ৪টি সিনেমা। এগুলোর মধ্যে ‘রং রোড: অধ্যায়-আদুরী’ সিনেমার কাজ শেষ হয়েছে। চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে ‘দ্য পাপ্পি’ ও ‘প্রতিমা’ সিনেমার। বাকি একটা সিনেমা ‘ওয়ার ২০০১’ কোনো অবস্থায় আছে জানা যায়নি।

‘প্রতিমার শুটিং শুরু হওয়ার কথা ছিল জুনে। পশুপ্রেম নিয়ে নির্মাতার সিনেমা ‘দ্য পাপ্পি’র কাজও শুরু হতো এবছরই।


মন্তব্য করুন