Select Page

নায়িকা খুঁজছে শাপলা মিডিয়া, আগ্রহীরা যোগাযোগ করুন

নায়িকা খুঁজছে শাপলা মিডিয়া, আগ্রহীরা যোগাযোগ করুন


পরপর বেশ কয়েকটি সিনেমা বানিয়ে পরিচিতি পেয়েছে নতুন প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। এবার নতুন চলচ্চিত্রে অভিনয়ের জন্য নায়িকার খোঁজে নেমেছে প্রযোজনা সংস্থাটি।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “চলচ্চিত্র শিল্পের বিকাশে নতুন নায়িকা প্রয়োজন। নতুন একটি ছবির জন্যে নতুন নায়িকা প্রয়োজন। দেশীয় ছবির উন্নতিতে আমি কাজ করে যাচ্ছি। এজন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে শাপলা মিডিয়া থেকে নতুন নায়িকাদের কাজের সুযোগ করে দেয়ার।”

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নায়িকা হতে চাইলে অবশ্যই নাচে পারদর্শী হতে হবে। শুদ্ধ বাংলায় কথা বলতে হবে। সুন্দর, স্মার্ট হতে হবে। কিন্তু এর আগে যদি কোনো সিনেমায় অভিনয় করে থাকেন তবে আবেদনের অযোগ্য হবে আবেদনকারী।

আবার নাটক, মডেলিং, থিয়েটার করে থাকলে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে দিতে হবে সদ্য তোলা ৫ কপি ৫ স্টাইলের ছবি, মোবাইল নম্বর, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধনের ফটোকপি।

আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামি ৫ জুন রাত ১২ টা পর্যন্ত। নির্ধারিত তারিখের পরে যাচাই বাছাই করে আগ্রহীদের সাথে যোগাযোগ করা হবে।

শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমার মধ্যে রয়েছে ‘আমি নেতা হবো’, ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ও ‘ক্যাপ্টেন খান’।


মন্তব্য করুন