Select Page

নায়িকা চূড়ান্ত না করে শুটিং

নায়িকা চূড়ান্ত না করে শুটিং

“বাসুদার (বাসু চ্যাটার্জি) শারীরিক অবস্থা এখন খুব একটা ভালো না। ‘বিয়ের ফাঁদ’ পরিচালনার জন্য তিনি আরও কিছুদিন সময় চেয়েছেন। এরই মধ্যে আমার একটি গল্প বেশ ভালো লেগে যায়। গল্পটি নিয়ে বেশ কিছুদিন ধরে ভাবতে থাকি। একটা সময় সিদ্ধান্ত নিই গল্পটি নিয়ে দ্রুত ছবি বানানোর। সে হিসেবে নুজহাত ফিল্মসের দ্বিতীয় ছবি হতে যাচ্ছে ‘পোস্টমাস্টার ৭১’।”— সংক্ষেপে নিজের প্রযোজিত দ্বিতীয় সিনেমা নিয়ে কথাগুলো বললেন চিত্রনায়ক ফেরদৌস

Fardosh20150607105258

‘পোস্টমাস্টার ৭১’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ফেরদৌস, হবেন পোস্টমাস্টার। চূড়ান্ত হয়নি নায়িকা, কিন্তু শুটিং শুরু হবে ১১ অক্টোবর। ঈশ্বরদীতে শুটিং চলবে টানা ১৫ দিন। এরপর বিরতি দিয়ে ময়মনসিংহে দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে।

ফেরদৌস আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ছবিটি নির্মিত হলেও এতে কিন্তু আমরা সরাসরি যুদ্ধ দেখাচ্ছি না। তা করতে গেলে অনেক টাকা দরকার। সেই বাজেটে ছবি বানানো আমাদের পক্ষে মোটেও সম্ভব নয়। তবে পুরো ছবিতে নানাভাবে মুক্তিযুদ্ধের সময়ের নানা ঘটনা ঘুরেফিরে আসবে। মুক্তিযুদ্ধের সময় একজন পোস্টমাস্টারের প্রেমকাহিনি উঠে আসবে ছবিতে।’

সিনেমাটির অন্য অভিনয়শিল্পীরা হলেন আল মনসুর, শহীদুল আলম সাচ্চু, নিঝুম রুবিনা, অভি। নায়িকা হিসেবে থাকতে পারেন মৌসুমী। সংগীত পরিচালনা করবেন ইমন সাহা। আগামী পরিচালনা করছেন নবাগত আবির খান ও রাশেদ শামীম। মুক্তি পাবে ২০১৬ সালের ২৬ মার্চ।

এর আগে ‘এক কাপ চা’ শিরোনামের চলচ্চিত্র দিয়ে প্রযোজকের খাতায় নাম লেখান ফেরদৌস। তার প্রতিষ্ঠানের নাম নুজহাত ফিল্মস।

প্রথম আলো অবলম্বনে।

 

 


মন্তব্য করুন