Select Page

নায়িকা হিসেবে প্রথম ছবিতেই দিঘীর ‌‘ভুল’

নায়িকা হিসেবে প্রথম ছবিতেই দিঘীর ‌‘ভুল’

শিশুশিল্পী থেকে পুরোদস্তুর নায়িকা হয়ে আসছেন ফারদীন প্রার্থনা দিঘী। শোনা যাচ্ছে, শাপলা মিডিয়ার ব্যানার ও এই প্রতিষ্ঠানের কর্ণধার সেলিম খানের ছেলে শান্ত খানের বিপরীতে ৬টি ছবিতে অভিনয় করছেন তিনি। এর মধ্যে প্রথম ছবি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’র শুটিং শুরু হয়েছে। সেখানেই ‘সম্ভবত’ ভুলটি করেছেন দিঘী, নিজের চরিত্র নির্বাচনে ‘অপরিনামদর্শী’ সিদ্ধান্ত নিয়েছেন ‘হয়তো বা’।

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’র গল্প ও প্রেক্ষাপট নিয়ে আপত্তি নেই কারো। এমনকি দিঘীর অভিনীত চরিত্র নিয়েও। জটিলতা হচ্ছে, ঠিক একই চরিত্রে তিনি আবার আন্তর্জাতিক ছবিতে মুখ দেখাতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।

এ ছবিতে বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা রেণুর ভূমিকায় আছেন দিঘী। অথচ প্রায় শত কোটি টাকা বাজেটের বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে একই চরিত্রে থাকছেন তিনি। যে ছবিটি নির্মাণ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক শ্যাম বেনেগাল।

সম্প্রতি প্রথম আলোকে এক সাক্ষাৎকারে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সম্পর্কে দিঘী বলেন, “ছবিটা কিশোর বঙ্গবন্ধুর ওপর। আমাকে দেখা যাবে বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা রেণুর ভূমিকায়। শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধুর বায়োপিকে আমাকে দেখা যাবে কিশোরী রেণুর ভূমিকায়। সেটার শুটিং শুরু হওয়ার কথা ছিল মার্চে। তাই অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়া ছিল।”

বছরের শুরুতে শ্যাম বেনেগালের সিনেমাটির প্রাথমিক শিল্পী তালিকা প্রকাশ হয়। যতদিন জানা যায়, করোনার কারণে চূড়ান্ত চুক্তি হয়নি। পিছিয়ে যায় শুটিংও। এই প্রেক্ষিতে অভিনয়ের শর্ত সম্পর্কেও জানা যায়নি। সে হিসেবে শ্যাম বেনেগালের আন্তর্জাতিক প্রজেক্টের সঙ্গে মিলে যায় এমন একটি চরিত্রে রাজি হওয়া ‘হয়তো’ ঠিক হয়নি দিঘী। তবে এ বিষয়ে বায়োপিকের নির্মাতাদের সঙ্গে আলোচনা হয়ে কিনা জানা যায়নি। সাধারণত এই সব ক্ষেত্রে চুক্তির শর্ত খুবই চড়া হয়। অভিনেতা হিসেবে পেশাগত ও ‘নৈতিক’ দিক থেকেও এটি ভুল পদক্ষেপ।

এ দিকে খুব শিগগিরই বঙ্গবন্ধুর বায়োপিক শুরু হবে বলে জানালেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ২ সেপ্টেম্বর তিনি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “… একইসাথে আপনারা জানেন, ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর ওপর একটি বায়োপিক নির্মিত হচ্ছে। কভিডের কারণে এর কাজ আপাতত বন্ধ রয়েছে, তবে খুব সহসাই কাজ শুরু হবে। আমরা খুব শিগগিরই দু’দেশের যৌথ প্রযোজনায় মুক্তিযুদ্ধের ওপর একটি ডকুমেন্টারি ফিল্মও তৈরি করবো।”

সম্প্রতি শুরু হয়েছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবির শুটিং। এর মাঝে কাস্টিং ডিরেক্টর শামীম আহমেদ রনীর করোনা সন্দেহে তিনদিন স্থগিত ছিল দৃশ্যায়ন। তবে নির্মাতা টেস্ট নেগেটিভ আসায় শনিবার থেকে আবার শুটিং শুরু হচ্ছে বলে শোনা যাচ্ছে।

 

 


মন্তব্য করুন