Select Page

নায়িক-খলনায়িকা দুই ভূমিকায় মাহি

নায়িক-খলনায়িকা দুই ভূমিকায় মাহি

অ্যাকশন ঘরানার নতুন ছবিতে মাহিকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। একটি খল চরিত্র, অন্যটি নায়িকার চরিত্র। কিশোরগঞ্জে  সোমবার ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিং শেষ হয়েছে। পরদিনই একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন নায়িকা।

প্রথম আলোকে মাহি জানান, ছবির নাম ‘ব্লাড’। পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন। এর আগেও তার একসঙ্গে কাজ করেছেন।

চলতি মাসের শেষে শুরু হবে শুটিং। মাহি বলেন, ‘বেশ কিছুদিন ধরে ছবিটিতে কাজের কথাবার্তা চলছিল। কাল দুপুরে চুক্তি স্বাক্ষর করেছি।’

ছবির পরিচালক ওয়াজেদ আলীও চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাহির সঙ্গে চুক্তি হয়েছে। প্রথমে ছবির নাম ছিল “হ্যাকার”। পরে শুনেছি, নামটি অন্য একজন পরিচালক সমিতিতে নিবন্ধন করেছেন আগে। তাই আপাতত নাম রাখা হয়েছে “ব্লাড”।’

মাহি বলেন, ‘ছবিতে খল চরিত্রে কাজ করার শখ অনেক দিনের। যখন সিনেমায় খল চরিত্রগুলো দেখি, তখন সেগুলোয় কাজ করতে ইচ্ছা হয়। সেই সুযোগ হয়ে গেল এবার। “অগ্নি” ছবিতে অ্যাকশন চরিত্রে কাজ করেছি। কিছুটা অভিজ্ঞতা আছেই। দ্বৈত চরিত্র করাটা একটা চ্যালেঞ্জ আমার কাছে। নিজেকে একটু নিরীক্ষা করার সুযোগ পাব।’

অবশ্য নায়িকা হিসেবে মাহি ঠিক হলেও নায়ক এখনো ঠিক হয়নি। পরিচালক জানান, কথাবার্তা চলছে। শুটিংয়ের আগে আগে নায়কের নাম প্রকাশ করা হবে।


মন্তব্য করুন