Select Page

‘নিঃস্বার্থ ভালবাসা’র গান

‘নিঃস্বার্থ ভালবাসা’র গান

3নায়ক অনন্ত জলিল পরিচালিত প্রথম ছবি ‘নিঃস্বার্থ ভালবাসা’য় ‘নিঃস্বার্থ ভালবাসা’য় রয়েছে ৭টি গান। এরমধ্যে তিনটি গেয়েছেন মুম্বাইয়ের জনপ্রিয় তিন গায়ক। এছাড়া চারটিতে কন্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় গায়ক-গায়িকারা।

শান গেয়েছেন- ‘শোনরে হৃদয়হীনা, তোকে আর ভাবি না, প্রতারণার আগুন জ্বালিয়ে চলে গেলি, মনের এই আকাশজুড়ে’। গানটি লিখেছেন নায়ক-প্রযোজক এমএ জলিল অনন্ত। সুর করেছেন কলকাতার আকাশ।

জুবীন গার্গ গেয়েছেন – ‘ঢাকার পোলা আমি ভেরি ভেরি স্মার্ট’। গানটি লিখেছেন ‘মোস্ট ওয়েলকাম’ খ্যাত পরিচালক অনন্য মামুন। সুর করেছেন আকাশ।

সুফি গানের গায়ক কৈলাশ খের গেয়েছেন- ‘সাজনা, ভালবেসে ভোলা যায় না’। এ গানটিও লিখেছেন অনন্য মামুন। সুর করেছেন আকাশ।

বাংলাদেশের ৫ জন কণ্ঠশিল্পী ও তিনজন সুরকার গান করেছেন।

গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘আমার দুই চোখে ছিল জল টলমল, যমুনার জল’ গানে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল ও সামিনা চৌধুরী। সুর করেছেন ইমন সাহা।

‘স্বপ্ন স্বপ্ন দেখি’ গেয়েছেন সামিনা চৌধুরী, সুর করেছেন ইমন সাহা।

সংগীত পরিচালক শওকত আলী ইমনের লেখা ও সুরে ‘ড্যান্স আমার ময়না’ গানে কণ্ঠ দিয়েছেন অ্যানি রহমান ও তানভির শাহিন।

জাহিদ আকবরের লেখা ‘এ হৃদয় করে তোর সাধনা’ গানে কণ্ঠ দিয়েছেন এবং সুর করেছেন সময়ের আলোচিত গায়ক কিশোর।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন