Select Page

নিজেকে ভেঙ্গেচুরে গড়ছেন ইমন

নিজেকে ভেঙ্গেচুরে গড়ছেন ইমন
2_15311ইমন এখন পুরোদস্তুর চলচ্চিত্রাভিনেতা। চলচ্চিত্রেই নিজের শক্ত অবস্থান গড়তে চাচ্ছেন। তার অভিনীত ‘পুত্র এখন পয়সাওয়ালা’ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে ২৭ সেপ্টেম্বর। সম্প্রতি এ চলচ্চিত্র এবং অন্যান্য প্রসঙ্গে সাক্ষাতকার দিয়েছেন একটি সংবাদমাধ্যমকে। সাক্ষাতকারটি নিয়েছেন আলাউদ্দিন মজিদ। বিএমডিবি-র পাঠকদের জন্য সাক্ষাৎকারটি হুবহু তুলে দেয়া হলো-

‘পুত্র এখন পয়সাওয়ালা’ ইমনকে নিশ্চয়ই নতুন করে গড়বে?

শুধু গড়বে না, ভেঙেচুরে নতুন চেহারা এনে দেবে। কারণ পুত্রকে ঘিরেই ছবির গল্প যৌবনদীপ্ত হয়। কখনো চঞ্চল, কখনো উপকারী এক গায়ক চেনা অথচ অজানা গল্পের পথে হেঁটে বেড়ায়। সচরাচর দেখা যায় না এমন গল্পের প্রতি দর্শকের বাড়তি মায়া থাকে। এমন গল্প আর চরিত্র যখন ইমন নিজের মধ্যে ধারণ করেছে তখন তো সে নতুন স্বপ্ন দেখতেই পারে।

মানে লালটিপের লাভারবয় ইমনকে দর্শক নতুনরূপে দেখতে পাবে?

হা…হা…হা… ঠিক তাই, শুধু লালটিপ নয়, এর আগের ১৪টি ছবিতে ইমনতো নায়িকাকে নিয়ে বনবাদাড়ে দৌড়েছে আর মিষ্টি করে প্রেমের সংলাপ বলেছে; কিন্তু এ ছবিতে রোমান্টিকতার বিপরীতে হেঁটে নতুন গল্পের ওপর নিজেকে দাঁড় করাবে। এতেই পূর্ণতা পাবে ইমনের ব্যতিক্রমী চরিত্র।

দর্শক আবেগে কাঁদবে বা খুশিতে হাসবে এমন আয়োজন ইমন কতটা করতে পেরেছে?

এ দায়িত্বের সিংহভাগ পালন করেছেন নির্মাতা নার্গিস আক্তার। গল্পের ভাঁজে ভাঁজে সুযোগ পেলেই আবেগ উস্কে দিয়ে চরিত্রগুলোকে কাঁদিয়েছেন আবার সেই কান্না থামাতে পরম মায়ায় হাসিখুশিকে কাছে টেনেছেন। ছবির টাইটেল সংয়ের কথাগুলোতে আবেগের বৃষ্টি ঝরিয়ে অভিনয় শিল্পীদের কাঁদিয়েছেন। রবি চৌধুরীর গাওয়া ‘পুত্র এখন পয়সাওয়ালা বাড়ি যে তার তিন-চার তলা’ এ গানটিতে অভিনয় করতে গিয়ে শুধু আমি একা কাঁদিনি, ইউনিটের সদস্যদেরও গণ্ড বেয়ে অশ্রুজল গড়িয়েছে। মানে পুরোদমে আবেগি আয়োজনে ভরপুর পুত্র এখন পয়সাওয়ালা।

দর্শক আগামীতে ইমনকে নিশ্চয়ই অন্যরূপে দেখতে পাবে?

নিজেকে ভেঙেচুরে নানারূপে উপস্থাপন করতে ইতোমধ্যে প্রায় একডজন চলচ্চিত্রে কাজ শুরু করেছি। এগুলোর মধ্যে বাণিজ্যিক এবং মৌলিক, উভয় ধারার চলচ্চিত্র রয়েছে। যা শীঘ্রই দর্শক দেখতে পাবে। আমি সব শ্রেণীর দর্শকের প্রত্যাশা পূরণে বছরে ৯০ ভাগ বাণিজ্যিক এবং ১০ ভাগ মৌলিক ধারার চলচ্চিত্রে কাজ করব। কারণ বাণিজ্যিক ধারার চলচ্চিত্রের প্রতি দর্শকের বাড়তি আগ্রহ থাকে। তাই দর্শকচাহিদার প্রতি সম্মান প্রদর্শন করা শিল্পী হিসেবে আমার দায়িত্ব। এ কারণেই বাণিজ্যিক ধারার চলচ্চিত্রকে প্রাধান্য দিচ্ছি।

‘পরবাসিনী’ শিরোনামের একটি চলচ্চিত্রে কাজ শুরু করেছিলেন সেটির কী অবস্থা?

পরবাসিনীর কাজ শেষের পথে। শেষ পর্যায়ের শুটিংয়ে অংশ নিতে ১০ সেপ্টেম্বর ফ্রান্স যাচ্ছি। সায়েন্স ফিকশনধর্মী এ চলচ্চিত্রটি আমার ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস।

সুত্র: বাংলাদেশ প্রতিদিন


মন্তব্য করুন