Select Page

নিজের বায়োপিক প্রযোজনা করবেন নাসরিন

নিজের বায়োপিক প্রযোজনা করবেন নাসরিন

‘আট শতাধিক’ ছবিতে অভিনয় করেছেন নাসরিন। এসব ছবিতে কখনো তার উপস্থিতি ছিল কমেডি, কখনো মন্দ নারী, কখনো বা প্রান্তিক জনগোষ্ঠির প্রতিনিধি। পার্শ্ব নায়িকা হিসেবে চল্লিশ’টির বেশি সিনেমায় কাজ করেছেন তিনি। বোঝাই যাচ্ছে ২৬ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে অনেক গল্প জমা আছে। আছে উত্থান-পতন। সেই গল্প পর্দায় আনতে চান নাসরিন।

চ্যানেল আই অনলাইনকে নাসরিন বলেন, গল্পের কাজ চলছে। কমল সরকার ছবির চিত্রনাট্য লিখবেন।

তিনি বলেন, ছবি নির্মাণের জন্য আমি দুজন পরিচালককে মাথায় রেখেছি। যেকোনো একজন রাজি হলেই ভালো। একজন আবুল খায়ের বুলবুল, অন্যজন আজিজুর রহমান। তারা দুজনেই আমার টার্গেট। ছোট থেকে তারা আমাকে স্নেহ দিয়ে নাসরিন বানিয়েছেন।

ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। নাসরিন বলেন, ছবিটা নির্মিত হবে আমার জীবনী (বায়োপিক) নিয়ে। ১২-১৩ বছর থেকে আমার জীবন সংগ্রাম শুরু হয়। গল্পটা শুরু হবে এখান থেকে। শুধু একটা নয়, কয়েকটা কিস্তিতে ছবি বানাতে চাই। অনেকদিনের ইচ্ছে ছিল সিনেমা প্রযোজনা করব। ছবি নির্মাণের কথা আমার আরও আগেই ছিল।

নাসরিনের ছোটবেলার চরিত্রে অভিনয় করবে রানী নামের তার এক আত্মীয়। নায়ক হিসেবে দেখা যাবে শ্রাবণ শাহকে। নাসরিন বলেন, শ্রাবণ অনেক ভালো ছেলে। আমার দীর্ঘদিনের বন্ধু। আমরা একসাথে স্টেজে পারফর্ম করি। সে আমার জীবনের অনেক কিছুই জানে। সেজন্য তাকে নিচ্ছি।

নাসরিনের রূপালি পর্দায় অভিষেক হয় ১৯৯২ সালে, ‘অগ্নিশপথ’ ছবির মাধ্যমে। তারপর পরিচিতি আসে প্রয়াত দিলদারের সঙ্গে জুটি বেঁধে। দিলদার মারা যাবার পর কাবিলার সঙ্গেও জুটি বেঁধে কৌতুক চরিত্রে নতুন করে আলোচনায় ছিলেন তিনি।


মন্তব্য করুন