Select Page

নিজের লেখা নাটকে মোশাররফ করিমের অভিনয়

নিজের লেখা নাটকে মোশাররফ করিমের অভিনয়

মোশাররফ করিম  নাটকও লেখেন মাঝে মধ্যে। এর আগে ‘হ্যালো’ নামের একটি নাটক রচনা করেছিলেন। এবার আবারো নাটক লিখলেন। তাও আবার সাতপর্বের ধারাবাহিক, নাম ‘সারপ্রাইজ’।

মোশাররফ করিমের সঙ্গে নাটকটি যৌথভাবে রচনা করেছেন নির্মাতা সাজিন আহমেদ বাবু। পরিচালনাও করেছেন বাবু। নাটকটির বেশির ভাগ দৃশ্যের শুটিং হচ্ছে মালয়েশিয়াতে। কয়েকটি সিক্যুয়েন্স হবে দেশে।

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘মালয়েশিয়াতে এসে গল্পটি আমি আর মোশাররফ ভাই যৌথভাবে লিখেছি। মোশাররফ ভাইয়ের হাতে সময় কম থাকলেও তিনি বেশ গুছিয়ে ও যত্ন করেই গল্পটি লিখেছেন। এ নাটক রচনার মধ্য দিয়েই দীর্ঘদিন পর নাটক রচনা করলেন তিনি। দারুণ একটি গল্প। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’

এতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন স্ত্রী জুঁই করিম। আরো আছেন নেহা, সাজ্জাদ রেজা, পারশা প্রমুখ। ঈদুল আজহায় প্রচার হবে।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares