Select Page

নিপা-আতিকের ‘এলোমেলো পৃথিবী’

নিপা-আতিকের ‘এলোমেলো পৃথিবী’

Elemelo Prithibi Atiq Nipa CD Choice

সুরকার আবিদ রনির সুরে বাজারে এসেছে নিপা ও আতিকের দ্বৈত অ্যালবাম ‘এলোমেলো পৃথিবী’। সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত এই অ্যালবামে মোট গান রয়েছে ছয়টি। 

এলোমেলো পৃথিবীর সবগুলো গানের কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন আবিদ রনি। অ্যালবাম প্রসঙ্গে তিনি বলেন, ‘‘‌নিপা ও আতিক নতুন শিল্পী হলেও দুজনই খুব ভালো গান গেয়েছে। আমি চেষ্টা করেছি যেন অ্যালবামের প্রতিটি গান দর্শকদের মন ছুঁয়ে যায়।’

এলোমেলো পৃথিবীর টাইটেল গানের মিউজিক ভিডিও ইতোমধ্যেই ইউটিউবে প্রকাশিত হয়েছে। অন্য আরেকটি ভিডিও নির্মানের কাজ চলছে।

সূত্র: পরিবর্তন


মন্তব্য করুন