Select Page

নিরব-মমকে বাদ দিলেন পরিচালক!

নিরব-মমকে বাদ দিলেন পরিচালক!

nirob-momo

বেশ ঘটা করে ফটোশুট ও মহরতের মাধ্যমে ‘আমি শুধু তোর হবো’ সিনেমার ঘোষণা করা হয়। শনিবার রাতে পরিচালক রফিক শিকদার জানান ছবিটি হচ্ছে না।

তিনি জানান, এম‌টি মি‌ডিয়া এন্ড ফিল্মস এর ব্যানা‌রে ‌‘আমি শুধু তোর হ‌বো’ সি‌নেমা‌টি হচ্ছে না। তবে অন্য কোনো ব্যানার থেকে হতে পারে।

অবাক হওয়া বিষয় হলো রফিক আরো জানান, সিনেমাটি নির্মিত হলে নায়ক নিরব ও নায়িকা জাকিয়া বারী মম থাকবেন না।

বিশেষ করে মমর ভক্তদের আশাহত করবে খবরটি। প্রিয় অভিনেত্রীকে সিনেমায় দেখার জন্য অনেকদিন অপেক্ষা করছিলেন তারা।

নির্মাতা রফিক আশা করছেন শিগগিরই অন্য কোনো অভিনয়শিল্পী নিয়ে সিনেমাটি শুরু করবেন।


মন্তব্য করুন