Select Page

নিরব হিন্দু, সামিরা মুসলমান

নিরব হিন্দু, সামিরা মুসলমান

3_286631আরজে হিসেবে মিডিয়ায় নিরব খানের যাত্রা শুরু। এরপর টিভি উপস্থাপনা, বিজ্ঞাপনের মডেল, মিউজিক ভিডিওর মডেল হিসেবেও পেয়েছেন তারকাখ্যাতি। মাঝে গানও গেয়েছেন তিনি। তবে এবার তার দৃষ্টি সিনেমার দিকে।

দেবজ্যোতি ভক্তের নতুন চলচ্চিত্র ‘সেফটিপিন’ নিরবের দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে তারেক মাহমুদ পরিচালিত ‘চটপটি’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

সেফটিফিনের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করবেন নাট্য নির্মাতা হিসেবে পরিচিত দেবজ্যোতি ভক্ত। এ ছবিতে উঠে আসবে ধর্ম। দেবজ্যোতি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের দেশে ধর্ম নিয়ে কোন চলচ্চিত্র ভাললোবে নির্মাণ হয়নি। যা হয়েছে তাতে ধর্মকে উপস্থাপন করতে গিয়ে বিষয়টিকে ঘোলা করা হয়েছে। কিন্তু আমি তা স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করছি, যাতে কোন বিভ্রান্তি না ছড়ায়।’

এ সিনেমায় নিরবকে হিন্দু তরুণের চরিত্রে দেখা যাবে, যে কিনা প্রেমের কারণে ধর্ম ত্যাগ করে। তার বিপরীতে আছেন র‌্যাম্প মডেল সামিরা খান। যদিও এই চরিত্রে অভিনয় করার কথা ছিল আলোচিত নায়িকা প্রসূন আজাদের। কিন্তু শুটিং শুরুর একদিন আগেই তিনি চলচ্চিত্রটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

৩০ জুন শুরু হয়েছে ‘সেফটিপিন’ এর শুটিং। চলবে আগেই নারায়ণগঞ্জ, গাজীপুরের বিভিন্ন লোকেশনে।

সূত্র : মানবজমিন।


মন্তব্য করুন