Select Page

কার পক্ষে শাকিব?

কার পক্ষে শাকিব?

sani-misha

দুবার চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন শাকিব খান। নিয়ম অনুসারে আর একই পদে নির্বাচন করতে পারবেন না তিনি। এবার সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দেওয়া দুই প্রার্থীই জানালেন শাকিবের সমর্থনের কথা!

বেশ আগেই ওমর সানী সভাপতি পদে শাকিব খানের মনোনীত প্যানেল থেকে নির্বাচন করবেন বলে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘শাকিব খান চান আমি নির্বাচন করি।‘

কিন্তু হঠাৎ করে মিশা সওদাগরের নির্বাচনের ঘোষণায় নড়েচড়ে বসেছেন শিল্পীরা। তিনি বলেন, ‘অনেকেই চান আমি সভাপতি পদে নির্বাচন করি। শাকিব নিজেও আমাকে যোগ্য মনে করেন। তাই তাঁর মনোনীত প্যানেল থেকে আমাকে নির্বাচন করার কথা বলেছেন। ভেবে দেখলাম, চলচ্চিত্রে প্রায় তিন যুগ হতে যাচ্ছে। এবার এত দিনের অভিজ্ঞতাটা কাজে লাগানো উচিত।’

এদিকে শাকিব খান দুজনের যেকোনো একজনকে সমর্থন করবেন বলে জানা যায়।

এ বিষয়ে সানী বলেন, ‘আমি এখনো নির্বাচন করার সিদ্ধান্তে অনড়। সেই লক্ষ্যেই এগোচ্ছি। বাকিটা সময়ই বলে দেবে।’

অন্য একটি প্যানেল থেকে আহমেদ শরীফ ও মিজু আহমেদ নির্বাচন করার কথা রয়েছে।

সানী ও মিশার সুসম্পর্কের কথা ঢালিউড দর্শকদের অজানা নেই।জানা কথা,  নির্বাচন নিয়ে যেন দ্বন্দ্বে জড়িয়ে না পড়েন সে প্রত্যাশা করবেন তারা।

সূত্র : কালের কণ্ঠ


মন্তব্য করুন