Select Page

যৌনপল্লীর পটভূমিতে ‘পারফর্মার’

যৌনপল্লীর পটভূমিতে ‘পারফর্মার’

তাসমিয়াহ আফরিন মৌ’র প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’ দেশ-বিদেশে বেশ কিছু পুরস্কার পেয়েছে। দ্বিতীয় ছবি ‘নায়িকার একরাত’ সম্প্রতি জাফনা চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। এর মধ্যে শেষ করলেন তৃতীয়টির দৃশ্যায়ন। বর্তমানে রয়েছে সম্পাদনার টেবিলে।

দেশের সবচেয়ে বড় যৌনপল্লী দৌলতদিয়াতে দৃশ্যায়ন হওয়া স্বল্পদৈঘ্য চলচ্চিত্রটির নাম ‘পারফর্মার’। শুটিংয়ের জন্য সেখানে বেশ কয়েকদিন ধরেই ছিলেন টেলিভিশনের অভিনেত্রী মৌটুসী বিশ্বাস ও প্রভা। তাদের সঙ্গে ছিলেন শাহাদাৎ হোসেন।

গল্পটি একজন জনপ্রিয় অভিনেত্রীকে নিয়ে।  আর এর বিশাল অংশজুড়ে ছিল এই যৌনপল্লীর পটভূমি। তাই দৃশ্যায়নের দেখা যাবে সেখানকার একঝাঁক বাস্তব চরিত্রকে।

প্রথম আলো ফেইম ফ্যাক্টরি প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে মৌ ছবিটির ফান্ড পান। ‘পারফর্মার’-এ তার সঙ্গে ক্যামেরায় ছিলেন নিয়াজ মাহবুব।


মন্তব্য করুন