Select Page

নীরব পথচলায় নিরব

নীরব পথচলায় নিরব

NIrobছোট পর্দা থেকে চলচ্চিত্রে নাম লেখান নিরব। বেশ কয়েক বছর হয়েছে তিনি চলচ্চিত্রের সাথে পুরোপুরি জড়িত রয়েছেন। এরই মধ্যে তার অভিনীত কয়েকটি ছবি মুক্তি পেয়েছে। তবে চলচ্চিত্রপাড়ায় অনেকটা নীরবই রয়েছেন নিরব। হাতে একাধিক ছবি থাকলেও আপাতত কোনটিরই মুক্তির দেখা পাচ্ছে না। আগামী কোরবানির ঈদের আগ পর্যন্ত কোন ছবি মুক্তির পথে নেই নিরবের।

এ মুহূর্তে জহির খানের পরিচালনায় ‘রাঙামন’ ও শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় ‘নদীজন’ ছবির কাজ সম্পূর্ণ শেষ হয়ে মুক্তির অপেক্ষায় আছে। এ দুই ছবিতে নিরবের নায়িকা হিসেবে যথাক্রমে রয়েছেন সিলভী ও তমা মির্জা।

এদিকে সমপ্রতি সাইফ চন্দনের ‘টার্গেট’ ছবির শুটিং শেষ করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অমৃতা খান। এছাড়া ওয়াকিল আহমেদের পরিচালনায় ‘লাভ ইন কোরিয়া’ ও রফিক শিকদারের পরিচালনায় ‘ভোলা তো যায় না তারে’ ছবি দুটির কাজ চলছে। কাজ শেষ আতিক রহমানের অন্তরে অন্তরে ছবির। ছবিগুলোর মুক্তির ব্যাপারে নিরব কিছু জানেন না। তবে এ বিষয়ে তার বক্তব্য পরিষ্কার – তিনি ছবিতে অভিনয় করেন, মুক্তির দায়িত্ব নির্মাতার।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন