Select Page

নুহাশ হুমায়ূনের ‘মশারি’ দেখতে ক্লিক করুন

নুহাশ হুমায়ূনের ‘মশারি’ দেখতে ক্লিক করুন

নুহাশ হুমায়ূন কথা রাখলেন। আন্তর্জাতিক উৎসবে দশটি পুরস্কারজয়ী তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’ মুক্তি দিয়েছেন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ভিমিওতে। সেখান ছবিটি একদম বিনামূল্যে দেখা যাচ্ছে।

সর্বশেষ নিউইয়র্ক প্রিমিয়ার উডস্টক ফিল্ম ফেস্টিভ্যালে সেরা শর্টফিল্ম পুরস্কার জিতেছে হরর ঘরানার ‘মশারি’। এটি সিনেমাটির তৃতীয় অস্কার কোয়ালিফায়িং পুরস্কার ও দশম আন্তর্জাতিক পুরস্কার।

বিষয়টি জানিয়ে নুহাশ হুমায়ূন বলেন, ‘অনেক ভালো লাগছে, মশারি ১০টি আন্তর্জাতিক পুরস্কার পেল। পুরো টিমকে নিয়ে আমি অনেক খুশি। অনেক দিন মশারি বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে ছিল। এখন মনে হচ্ছে আমাদের দেশের মানুষ দেখুক। আজ মশারি ভিমিও-তে আসতে যাচ্ছে। এটা সম্পূর্ণ ফ্রি। মশারি সম্পূর্ণ স্বাধীন একটি সিনেমা। তাই আমাদের ইচ্ছা মশারি যেন সবাই দেখে, বিশেষ করে তরুণ প্রজন্ম যেন অনুপ্রাণিত হয়।’

এ ছবির সুবাদে হলিউডের দুটি টেলেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সম্প্রতি হুলুতে মুক্তি পেয়েছে তার প্রথম আন্তর্জাতিক প্রজেক্ট ‘ফরেনার্স অনলি’।

ভবিষ্যৎ পৃথিবীর গল্প নিয়ে নির্মিত ‘মশারি’তে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল ও অনেরা।


মন্তব্য করুন