Select Page

নোয়াখালী-বরিশালের শাকিব-অপু

নোয়াখালী-বরিশালের শাকিব-অপু

shakib-apu

‘নোয়াখালীর ভূত চেপেছে বরিশালের ঘাড়ে’। মজার নামটা একটা সিনেমার। নিজের কাহিনী ও চিত্রনাট্যে পরিচালনা করবেন উত্তম আকাশ। কমেডিধর্মী সিনেমাটিতে অভিনয় করবেন শাকিব খানঅপু বিশ্বাস। খবরটি দিয়েছে ঢালিউড টুয়েন্টিফোর।

তবে কে নোয়াখালীর, কেই বা বরিশালের তা জানাতে পারেনি অনলাইনটি।

উত্তম আকাশের পরিচালনায় এরইমধ্যে শেষ হয়েছে শাকিব-অপুর ‘রাজা ৪২০’এর শুটিং। ডিসেম্বরের শেষ দিকে সেন্সরে জমা দেওয়া হবে।

তার আগেই শাকিব-অপুকে নিয়ে নতুন ছবি বানানোর সিদ্ধান্ত নিয়েছেন ছবিটির পরিচালক উত্তম আকাশ। চূড়ান্ত কথাবার্তা শেষও হয়েছে শাকিব-অপুর সাথে। নতুন বছরের মার্চে ছবিটির শুটিং শুরুর কথা রয়েছে।

উত্তম আকাশ নভেম্বরে কানাডা গেছেন। এর আগেই শাকিব-অপুর সাথে নতুন সিনেমাটির বিষয়ে চূড়ান্ত কথা বলে গেছেন।


মন্তব্য করুন