Select Page

নোয়াখালীতে স্থায়ী হতে চান মাহি

নোয়াখালীতে স্থায়ী হতে চান মাহি

IMG_0060-copyঈদুল ফিতরে জনপ্রিয় নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি টেলিভিশনে দেখা গিয়েছিল মাহিয়া মাহিকে। তবে সবক’টি ছিল ‘অগ্নি ২’র প্রচারণা কেন্দ্রিক। কোরবানির ঈদে তার কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। তারপরও ছোটপর্দায় মাহিকে দেখা যাবে অনেকগুলো অনুষ্ঠানে। তেমন একটি অনুষ্ঠানে জানিয়েছেন শেষ জীবনে নোয়াখালী থাকতে চান তিনি।

ইতোমধ্যে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নিয়েছেন মাহি। আরটিভির জন্য নাচের অনুষ্ঠান ‘ডান্সিং মাহি’র কাজ শেষ করেছেন। এতে তার অভিনীত বিভিন্ন ছবির পাঁচটি গানের সঙ্গে নাচবেন।

মাছরাঙা টিভিতে ‘স্টার নাইট’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন মাহি। অনুষ্ঠানে বলেছেন নিজের সম্পর্কে। জানিয়েছেন, নায়িকা হওয়ার জন্য ডজনখানেক ডিম খেতে হয়েছিল তাকে। এ ছাড়া নানা বিতর্কিত বিষয়ে মুখ খুলেছেন তিনি।

জানিয়েছেন, শেষ জীবনে নোয়াখালীতে স্থায়ী হতে চান। নুসরাত ফারিয়া সম্পর্কে মাহির মন্তব্য শুনে বিস্মিত হন উপস্থাপিকা মারিয়া নূর। এ অনুষ্ঠানে মাহিকে সারপ্রাইজ দিতে হাজির হয়েছেন তার প্রিয়জনেরা। এছাড়া গান করেছেন, নিজের লেখা কবিতাও আবৃত্তি করেছেন। রুম্মান রশীদ খানের গ্রন্থনা এবং অজয় পোদ্দারের প্রযোজনায় ‘স্টার নাইট’ প্রচার হবে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।


মন্তব্য করুন