‘পপি’র আমি ভালোবাসিনি ও চার অক্ষরের ভালোবাসা
সময় থাকলে আর ভালো গল্প পেলে তবেই পপি অভিনয় করেন ছোট পর্দায়। তাও আবার বছরে হাতে গোনা দু-একটি।
এরই মধ্যে রোজার ঈদের ‘আমি ভালোবাসিনি’ টেলিছবিতে কাজ করার ব্যাপারে পরিচালক হিমেল আশরাফের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে তাঁর। লিখেছেন ফারুক হোসেন। টেলিছবিটি প্রচারিত হবে ঈদে বাংলাভিশনে।
আমি ভালোবাসিনি টেলিছবিতে আরও অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। আগামী ১৬ জুন থেকে এর শুটিং হবে।
এর আগে তিনি অভিনয় করেছিলেন গোধূলির দেখা আলো নাটকে। পরিচালক ছিলেন মেজবাহ শিকদার।
পপি এখন অভিনয় করছেন চার অক্ষরের ভালোবাসা ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে আরও আছেন ফেরদৌস ও নিরব।
সুত্র: প্রথম আলো