Select Page

‘পরাণ’ নিয়ে ঈদে মিম-রাজ-রোহান

‘পরাণ’ নিয়ে ঈদে মিম-রাজ-রোহান

প্রায় চার বছর পর বড়পর্দায় ফিরছেন রায়হান রাফী। তার তৃতীয় সিনেমা ‘পরাণ’ মুক্তি পাচ্ছে এ ঈদুল আজহায়।

২০১৯ সালে রাফী শুটিং শুরু করেছিলেন। কথা ছিল ২০২০ এর ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি পাবে। এরপর তো করোনা মহামারী শুরু হল। অবশেষে বহুল আলোচিত ছবিটি সিনেমা হলে আসছে।

রায়হান রাফী জানান, ছবিটি এবারের সিনেমা হলে ঈদে মুক্তি পাবে। সে অনুযায়ী তারা প্রস্তুতি শুরু করেছেন।

ছবিটির টিজার প্রকাশ করার পর খুব আলোচিত হয়। দর্শকরা ধারণা করে ছবিটি বরগুনার বহুল আলোচিত ‘রিফাত-মিন্নি’-র ঘটনা নিয়ে। ২০১৯ এর জুনে বরগুনা সরকারি কলেজের সামনে মিন্নির স্বামী রিফাতকে কুপিয়ে হত্যা করা হয়। এর পেছনে ছিল মিন্নির প্রেম প্রত্যাশী নয়ন বন্ড।

তবে দর্শকদের এ সন্দেহকে পুরোপুরি উড়িয়ে না দিলেও স্বষ্ট করেননি পরিচালক রাফী। তিনি শুধু বলেন, পরাণ একটি প্রেমের ছবি। মফস্বলের প্রেম বলতে পারেন। আর বলতে পারি এটি একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি।

‘পরাণ’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। এতে আরও আছেন শিল্পী সরকার অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপু, মিলি বাশার প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী ও নাভেদ পারভেজ। প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস।


মন্তব্য করুন