Select Page

‘পরান’ শেষ, ‘স্বপ্নবাজী’র আগেই রায়হান রাফীর আরেক ছবি

‘পরান’ শেষ, ‘স্বপ্নবাজী’র আগেই রায়হান রাফীর আরেক ছবি

গত বছর জোড়া ছবির পর চলতি বছর তিনটি ছবি করছেন রায়হান রাফী। এর মধ্যে একটির দৃশ্যায়ন শেষে, আরেকটির ঘোষণা ও অভিনয়শিল্পীদের নাম জানা গেছে। এবার জানা গেল দুই ছবির মাঝে আরেকটি ছবির কাজ করবেন।

কয়েক দিন আগে ময়মনসিংহে টানা শুটিং করে শেষ করেছেন ‘পরান’। এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান ও শরীফুল রাজ।

রাফী জানান, ৩১দিন শুটিং করে ‘পরান’-এর ক্যামেরা বন্ধ করেছেন। বর্তমানে সম্পাদনা চলছে। চলতি বছরে মুক্তির আশা রেখে বলেন, ‘আমার সেরা মুভি হবে ইনশাল্লাহ!’

‘দহন’ ও ‘পোড়ামন ২’ এর পর আবারও সিয়াম আহমেদের সঙ্গে কাজ করতে যাচ্ছেন রাফী। ফ্যাশন দুনিয়া নিয়ে সেই ছবির নাম ‘স্বপ্নবাজী’। সঙ্গে আছেন মাহি, জান্নাতুল পিয়া ও ঐশী। নভেম্বরের শেষ দিকে শুরু হবে শুটিং।

রাফী জানালেন, ‘স্বপ্নবাজী’র আগেই আরেকটি ছবির কাজ করবেন। তবে এই নিয়ে বিস্তারিত জানাননি। সরাসরি লোকেশনে যাওয়ার প্রস্তুতি নিয়ে কিছুদিনের মধ্যে ঘোষণা দেবেন।

গত কয়েক বছরের মধ্যে ঢাকাই সিনেমায় নতুন কয়েকজন নির্মাতা দেখা গেছে। তাদের মধ্যে একমাত্র রায়হান রাফীই পরপর ছবি করে যাচ্ছেন। প্রথম দুটি ছবি আলোচনার খোরাক যুগিয়েছে। এর মধ্যে ‘পোড়ামন ২’ এগিয়ে আছে।


মন্তব্য করুন