Select Page

পরিচালকের পছন্দ জয়া, শাকিবের বুবলি

পরিচালকের পছন্দ জয়া, শাকিবের বুবলি

জয়া আহসান ও শবনম বুবলি। ছবি : সংগৃহীত

# কাজী হায়াৎ-শাকিব খান জুটির প্রথম সিনেমা ‘বীর’
# দুই নায়িকার একজন তাহমিনা ইসরাত মৌসুমী মৌ
# অন্য চরিত্রে কাজী হায়াতের পছন্দ জয়া আহসান, শাকিব চান শবনম বুবলি
#  অবশ্য বেশ আগেই শোনা গিয়েছিল কাজী হায়াতের পরিচালনায় অভিনয় করবেন বুবলি

বেশ আগে ঘোষণা এলেও জানুয়ারিতে শুরু হচ্ছে কাজী হায়াৎ-শাকিব খান জুটির প্রথম সিনেমা ‘বীর’। এ সিনেমায় থাকছেন দুই নায়িকা। একজন ঠিক হলেও বাকি নায়িকা নিয়ে এখনো সিদ্ধান্ত আসা যায়নি। শোনা যাচ্ছে, পরিচালক কাজী হায়াতের পছন্দ জয়া আহসান, অন্যদিকে শাকিব চান শবনম বুবলিই অভিনয় করুন।

ইতিমধ্যে নায়িকা হিসেবে তাহমিনা ইসরাত মৌসুমী মৌ চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু ত্রিভুজ প্রেমের গল্পের এই ছবির জন্য এখন আরেক নায়িকার প্রয়োজন।

একটি সূত্রের বরাত দিয়ে বাংলাদেশ প্রতিবেদন জানিয়েছে আরেক নায়িকা কে হবে তা নিয়ে ছবির নির্মাতা কাজী হায়াৎ, প্রযোজক নায়ক শাকিব খান এবং ছবির আরেক প্রযোজক ইকবালের সঙ্গে দরকষাকষি চলছে। নির্মাতার পছন্দ নাকি জয়া আহসানকে। কিন্তু শাকিব চাইছেন আরেক নায়িকা হবেন বুবলী। ইকবাল কিছুই বলছেন না। তিনি তার পছন্দের নায়িকা হিসেবে নিয়ে নিয়েছেন মৌসুমী মৌকে।

এ বিষয়ে মৌ বলেন, ‘দুই নায়িকার একজন হিসেবে আমি চুক্তিবদ্ধ হয়েছি এটিই আমার কাছে উচ্ছ্বসিত হওয়ার মতো খবর। এর বাইরে আরেক নায়িকা কে হচ্ছে তা আমার জানার কথা নয়। এর আগেও একবার শাকিবের বিপরীতে কাজ করার সুযোগ পেয়ে ফিল্মি পলিটিক্সের কারণে পারিনি। দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার শীর্ষনায়কের সঙ্গে কাজ করা যে কারও জন্য সৌভাগ্যের ব্যাপার। এই সৌভাগ্য অর্জন করতে পেরে আমি খুশি।’

অবশ্য বেশ আগেই শোনা গিয়েছিল কাজী হায়াতের পরিচালনায় অভিনয় করবেন বুবলি। ওই সিনেমার নাম ছিল ‘আমার স্বপ্ন আমার দেশ’। প্রযোজনার কথা ছিল শাপলা মিডিয়ার।

বর্তমানে শামীম আহমেদ রনি পরিচালনায় ‘শাহেনশাহ’র শুটিং করছেন শাকিব খান। এতে তার নায়িকা নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত।


মন্তব্য করুন