Select Page

পরিচালক ছাড়াই সিনেমার শুটিং, তারপর অভিযোগ…

পরিচালক ছাড়াই সিনেমার শুটিং, তারপর অভিযোগ…

ভালো থেকো’ ছবির শুটিং করার জন্য নায়ক-নায়িকা ও ইউনিট নিয়ে প্রযোজক নেপালে চলে গেলেও জানতেন না পরিচালক জাকির হোসেন রাজু।  বিষয়টি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে অভিযোগ করেছেন তিনি।

রাজু ফেসবুকে লেখেন, “একজন পরিচালক জানেনা তার সিনেমায় গান কে লিখেছেন, একজন পরিচালক জানেনা তার সিনেমায় গানের সুর কে করেছেন, একজন পরিচালক জানেনা তার সিনেমায় গান কারা গাইলেন,একজন পরিচালক জানেনা তার সিনেমায় চিত্রগ্রহণের কাজ কে করছেন, একজন পরিচালক জানেনা গান চিত্রায়নে কোরিওগ্রাফি কে করছেন, মেকাপ কে করছেন, সেই পরিচালক যদি ফেসবুকে এসে জানতে পারে দেশের বাইরে তার সিনেমার গানের শুটিং চলছে… সবই হোচ্ছে প্রযোজকের মতে পরিচালকের মতামত তো দূরে কথা, একটু জানানোও না হয়। তাই বাধ্য হয়ে আমি চলচ্চিত্র পরিচালক সমিতিতে লিখিত অভিযোগ পাঠিয়য়েছি। জাহিদ হাসান অভি (নির্বাহী প্রযোজক) আপনি শুধু আমাকেই অপমান করেননি, ‘পরিচালক’ বলে যে ছোট্ট শব্দটা রয়েছে আপনার ব্যাবহারে সেই শব্দটাও অপমানিত হয়েছে।”

এদিকে এনটিভি অনলাইনকে অভি বলেন, ‘আমার মনে হয় আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য কেউ এমন করাচ্ছে। কারণ আমরা নেপালে নতুন কোনো গানের শুটিং করতে যাইনি, বান্দরবানে যে গানটির শুটিং করার কথা ছিল, সেটাই নেপালে করেছি। যাঁরা আমাদের ছবিতে কাজ করেছেন সেই ইউনিটই নেপালে কাজ করেছে। সময়ের কারণে পরিচালকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলা হয়নি। তাই তিনি ভুল বুঝেছেন। আমরা পরিচালক সমিতির মাধ্যমে বিষয়টি শেষ করব।’


মন্তব্য করুন