শূন্য ছবির ভিডিও গান ও ট্রেলার
বন্ধন বিশ্বাসের প্রথম চলচ্চিত্র শূন্য। নায়ক চরিত্রে তুরাজ খানেরও এটি প্রথম চলচ্চিত্র। নায়িকা হিসেবে আছেন বাপজানের বায়স্কোপ ছবির নায়িকা সানজিদা তন্ময়। এছাড়াও আছেন ওমর সানী এবং রেসি। আছেন শিমুল খান, সাদেক বাচ্চু, ডা. এজাজুল ইসলাম, অরুণা বিশ্বাস প্রমুখ। জোহা মাল্টিমিডিয়ার পরিবেশিত এই চলচ্চিত্রটির গানগুলো ইতোমধ্যেই অনলাইনে মুক্তি দেয়া হয়েছে। বিএমডিবি-র পাঠকদের জন্য তুলে ধরা হল এখানেই।
টাইটেল: মার ছক্কা
টাইটেল: স্বপ্নের রং এ রং
টাইটেল: সাথীরে সাথীরে
টাইটেল: আপন মানুষ কেন হয়ে যায় পর
ট্রেলার