Select Page

‘পরিচালক না নিয়ে শুটিং আমার ও সানীর ভালো লাগেনি’

‘পরিচালক না নিয়ে শুটিং আমার ও সানীর ভালো লাগেনি’

পরিচালক রাশেদ রাহাকে ছাড়াই কলকাতায় ‘নোলক’-এর শুটিং করছেন মৌসুমী ও ওমর সানী। এদিকে দেশের মিডিয়া এ ঘটনা নিয়ে রয়েছে সরগরম।

সিনেমাটির নায়ক শাকিব খান জানিয়েছেন বিষয়টি ভালোভাবে নেননি তিনি। এবার মুখ খুললেন মৌসুমী। তিনিও জানালেন, ঘটনাটি ভালো লাগছে না।

এ নায়িকা প্রথম আলোকে বলেন, ‘জটিলতা নিয়ে আমি কিছুই বলতে চাইছি না, কারণ আমি অনেক কিছুই জানি না। তবে প্রথম ভাগের শুটিংয়ে পরিচালক হিসেবে রাশেদ রাহা ছিলেন। এবার কলকাতায় আসার পর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রযোজক ও পরিচালকের জটিলতার বিষয়টি শুনছি। কলকাতায় ছবির সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন, তাদের আমার মতামত জানিয়েছি। যেহেতু এত দূর এসেছি, সেহেতু দায়িত্ববোধ থেকে আমার অংশের শুটিং শেষ করে ঢাকায় ফিরব। তবে পরিচালক না নিয়ে এভাবে শুটিংয়ের বিষয়টি আমার ও সানী (ওমর সানী) কারোরই ভালো লাগেনি।’

গতবছর বেশ আয়োজন করে ভারতের রামুজী ফিল্মসিটিতে ‘নোলক’-এর বেশির ভাগ দৃশ্যায়ন সম্পন্ন হয়।

সম্প্রতি প্রযোজক টিম নিয়ে কলকাতা গেলে প্রযোজক-পরিবেশক সমিতি ও পরিচালক সমিতিতে অভিযোগ করেন রাশেদ রাহা। তার ভাষ্যে, ইফতেখার চৌধুরীকে দিয়ে ছবির বাদ কাজ শেষ করছেন প্রযোজক। তবে প্রযোজক সনেট ও নায়িকা ববি একাধিক অভিযোগ তোলেন রাশেদের বিরুদ্ধে।

সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা আছে।


মন্তব্য করুন