Select Page

পরিচালক বদলানোর পরামর্শ শুভর!

পরিচালক বদলানোর পরামর্শ শুভর!

যার পরিচালনায় দেশের এক নম্বর নায়ক একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছেন, সেই উত্তম আকাশের সাথে ব্যাটে-বলে মেলেনি আরিফিন শুভর। উল্টো তিনি নাকি প্রযোজককে উত্তম আকাশের বদলে অন্য পরিচালক নেওয়ার পরামর্শ নেন।

সম্প্রতি কালের কণ্ঠে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য ওঠে আসে। আর তুলে ধরা হয় পরিচালকের বক্তব্য।

উত্তম আকাশ বলেন, ‘আমার প্রযোজক প্রস্তুত। শুভর সঙ্গে বৈঠক করলাম ধানমণ্ডির এক রেস্টুরেন্টে। গল্প শুনল, সম্মতিও দিল। পরে শুনি কাজটি করতে আগ্রহী নয়। ছবিটি থেকে আমাকে বাদ দিয়ে অন্য পরিচালককে চায়। নায়িকাও নিতে হবে তার পছন্দমতো। এটা কেমন কথা! আমিই প্রযোজক জোগাড় করলাম অথচ আমাকেই কি না বাদ দিতে চায়! শুধু শুভর কারণে আর ছবিটি হয়নি। প্রযোজকও ফিরে গেলেন।’

অবশ্য শুভর কোনো মন্তব্য ছাপেনি পত্রিকাটি।

এদিকে উত্তম আকাশের পরিচালনায় আগেও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। চলতি বছর মুক্তি পেয়েছে ‘আমি নেতা হবো’। মুক্তির অপেক্ষায় আছে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’। এছাড়া শাপলা ফিল্মসের ব্যানারে আরো কয়েকটি সিনেমা শাকিব-উত্তম আকাশ জুটিকে পাওয়া যাবে— এমনটা শোনা যাচ্ছে।


মন্তব্য করুন