Select Page

পরিচালনায় ফিরছেন এটিএম শামসুজ্জামান, ছবির নাম ‘এখন বলা যায়’

পরিচালনায় ফিরছেন এটিএম শামসুজ্জামান, ছবির নাম ‘এখন বলা যায়’

# দশ বছর আগে মুক্তি পায় এটিএম শামসুজ্জামান পরিচালিত প্রথম সিনেমা ‘এবাদত’। অভিনয় করেন শাবনূর ও রিয়াজ
# এবার নির্মাণ করবেন ‘এখন বলা যায়’
# তিনি বলেন, আমার জীবনে আমি অনেক কিছুই বলতে পারিনি। সেই না বলা গল্পগুলো ছবির মাধ্যমে তুলে আনার চেষ্টা করব। এটি হবে আমার স্বপ্নের একটি চলচ্চিত্র

এটিএম শামসুজ্জামান পরিচালিত প্রথম সিনেমা ‘এবাদত’ মুক্তি পায় ২০০৯ সালের ৩ জুলাই। এতে অভিনয় করেছিলেন রিয়াজ, শাবনূর, প্রবীর মিত্র, ডলি জহুর, আনিস প্রমুখ। এর এক দশক পর আবারও চলচ্চিত্র নির্মাণ করছেন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেতা।

সিনেমাটির নাম ‘এখন বলা যায়’। এ বিষয়ে এনটিভি অনলাইনকে এ টি এম শামসুজ্জামান বলেন, “ছবি নির্মাণ করার কথা আমি সব সময় চিন্তা করি। বেশ কিছুদিন ধরে ‘এখন বলা যায়’ ছবির গল্প নিয়ে আমি ভাবছিলাম। এর চিত্রনাট্যও আমি নিজেই করেছি। আমার জীবনে আমি অনেক কিছুই বলতে পারিনি। সেই না বলা গল্পগুলো ছবির মাধ্যমে তুলে আনার চেষ্টা করব। এটি হবে আমার স্বপ্নের একটি চলচ্চিত্র।”

ছবিতে কারা অভিনয় করবেন—জানতে চাইলে এ টি এম শামসুজ্জামান বলেন, ‘কে বা কারা অভিনয় করবেন, সেটা আমি এখন বলতে চাচ্ছি না। শিল্পীদের বিষয়ে কিছু চমক রাখতে চাই। আগামী বছরে শুরু করব এর শুটিং। এটা চূড়ান্ত।’

‘অপেক্ষা’, ‘ম্যাডাম ফুলি’, ‘চুড়িওয়ালা’, ‘মন বসে না পড়ার টেবিলে’, ‘চোরাবালি’ ছবিগুলোতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এ টি এম শামসুজ্জামান। ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক।

 


মন্তব্য করুন