Select Page

পরিচালনায় বাপ্পারাজ

78301_e7নায়করাজ রাজ্জাকের নতুন প্রযোজনা সংস্থা ‘রাজলক্ষ্মী টেলিফিল্মস’-এর প্রথম ছবি ‘বেঈমান’-এর নির্দেশনা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে তারই পুত্র নায়ক বাপ্পারাজের

নায়করাজের ‘বেঈমান’-এর সঙ্গে নতুন ‘বেঈমান’-এর গল্পের কোন মিল নেই বলে জানিয়েছেন এর কাহিনীকার ছটকু আহমেদ

পর্দায় নায়ক হিসেবে বাপ্পারাজের যাত্রা শুরু হয়েছিল বাবা নায়করাজেরই পরিচালনায় ‘চাঁপা ডাঙ্গার বউ’ ছবি দিয়ে। এবার বাপ্পারাজের পরিচালনায় ‘বেঈমান’ ছবিতে অভিনয় করবেন নায়করাজ। ছবিটিতে নায়ক হিসেবে আছেন সম্রাট। তার বিপরীতে আছেন ছোটপর্দার জনপ্রিয় দুই অভিনেত্রী ফারজানা রিক্তা ও লাক্সতারকা প্রসূন আজাদ।

বড় ভাইয়ের নির্দেশনায় কাজ করা প্রসঙ্গে সম্রাট বলেন, ছোটবেলা থেকেই যার কোলে পিঠে চড়ে আমি বড় হয়েছি, মানুষ হয়েছি, সেই মানুষটি হচ্ছেন আমার বড় ভাইয়া। তার পরিচালনায় আজ আমি ছবিতে কাজ করতে যাচ্ছি এটা যে কতো ভাল লাগার বিষয় তা সত্যিই প্রকাশ করার মতো নয়।

বুধবার সন্ধ্যায় রাজধানীর শ্রুতি স্টুডিওতে কবির বকুলের কথায় ইমন সাহার সুরে রূপম ও রন্টির একটি দ্বৈত গান রেকর্ডিং-এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ‘বেঈমান’-এর কাজ শুরু হয়। আগামী ২৫শে নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে।

সূত্র: মানবজমিন


Leave a reply