Select Page

পরী মনি ছবিতে আছেন কি-না বলতে চাননি হৃদি

পরী মনি ছবিতে আছেন কি-না বলতে চাননি হৃদি

‘১৯৭১ সেই সব দিন’। সরকারি অনুদানের এ ছবির নায়িকা হিসেবে কিছুদিন শুটিং করেছেন পরী মনি। এরপরই হঠাৎ জানা যায়, এ ছবির সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেছেন তিনি। ছবি করতে গিয়ে তাদের পরিচয়, তারপর বিয়ে।

এরপর অনেক দিন সেই ছবি নিয়ে কোনো খবর নেই। বিয়ে বা স্বামী নিয়েও আর প্রকাশ্য নন নায়িকা। এ দিকে শোনা যাচ্ছে, অন্য নায়িকা নিয়ে ‘১৯৭১ সেই সব দিন’ শেষ করছেন হৃদি হক। আসলে কী ঘটছে?

গত বছরের মার্চে ঠাকুরগাঁও-এ এ ছবির শুটিং শুরু হয়। সেখানে হাজির ছিলেন নায়িকা পরী মনি, তার চরিত্রের নাম বিন্তি। এর পরের মাসেই বিয়ের খবর আসে।

ওই সময় বিয়ে প্রসঙ্গে পরী মনি প্রথম আলোকে বলেন, ‘প্রায় পাঁচ মাস আগে ছবির গল্প শোনানোর জন্য হৃদি আপুসহ রনি এসেছিল আমাদের বাসায়। তখন আমি তাকে খেয়ালই করিনি। শুটিংয়ে গিয়ে কোথায় থাকব, কীভাবে যাব, সেসব নিয়ে তার সঙ্গে প্রথম আলাপ শুরু হয়। এভাবেই একসময় আমাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। মার্চের ৩ থেকে ৭ তারিখ আমরা ঠাকুরগাঁওয়ে শুটিং করি। সেখানে ভীষণ আনন্দে সময় পার হয়ে যায়। ৮ মার্চ ঢাকায় এসে আমি তাকে খুব মিস করছিলাম। পরদিন ৯ মার্চ আমরা দেখা করি এবং সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমার মন যেন কেমন করে ওঠে। ওই রাতেই আমরা বিয়ে করে ফেলি।’

নভেম্বরে জানা যায়, পুরান ঢাকায় হচ্ছে ছবির শুটিং। তবে তখন সংবাদের শিরোনামে ছিলেন মৌসুমী হামিদ। যুগান্তরকে তিনি বলেন, নাটক দিয়ে অভিনয় শুরু করলেও ভালো গল্পের ছবির প্রস্তাব পেলে সেগুলোতেও অভিনয় করছি। এ ছবির গল্প মুক্তিযুদ্ধভিত্তিক হলেও এতে অভিনয় দেখানোর যথেষ্ট জায়গা আছে। চরিত্র অনুযায়ী আমি সর্বোচ্চ চেষ্টা করছি সেটিকে ফুটিয়ে তুলতে। ছবিটির কাজে শিগগিরই উত্তরবঙ্গের লোকেশনে গিয়ে কাজ করতে হবে। আশা করছি এটি উপভোগ্যই হবে।

এ দিকে ১২ ফেব্রুয়ারির কালের কণ্ঠের প্রতিবেদনে জানা যায়, ‘১৯৭১ সেই সব দিন’-এ যুক্ত হয়েছেন অর্ষা হক। পরীর বিষয়ে প্রশ্ন করা হলেও পরিচালক এড়িয়ে গেছেন বলে জানানো হয়।

প্রতিবেদনটি এমন— “সরকারি অনুদানে ‘১৯৭১ সেই সব দিন’ নির্মাণ করছেন হৃদি হক। এর মধ্যে শেষ হয়েছে ছবির প্রথম অংশের শুটিং। দ্বিতীয় অংশের শুটিং করতে ১৪ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও যাচ্ছে পুরো টিম। এবার ছবির সঙ্গে যুক্ত হয়েছেন নাজিয়া হক অর্ষা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন তিনি, নিশ্চিত করেছেন পরিচালক হৃদি, ‘অর্ষা অসাধারণ অভিনেত্রী। চরিত্রটির জন্য তাঁকেই দরকার ছিল। অর্ষার অংশটুকু শুটিং করা হবে পঞ্চগড়ে। সেখানে আলাদা করে সেট নির্মাণ করা হচ্ছে। যুদ্ধকালীন আবহ তুলে আনার জন্য সেটটি করা। অর্ষার চরিত্র সম্পর্কে এখনই কিছু বলতে চাই না। মার্চে শুটিং শেষ করে বিস্তারিত জানাব।’ গুঞ্জন ছিল ছবিটিতে অভিনয় করছেন পরীমণি। তবে সত্যিই তিনি ছবিটিতে আছেন কি-না সে বিষয়েও কথা বলতে চাননি হৃদি।”

এ দিকে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন, স্ফুলিঙ্গ ছবির কাজ শেষ করেছেন পরী মনি। শেষের পথে প্রীতিলতা ও মুখোশ। হাতে আছে আরও কিছু ছবি। নায়িকার ব্যস্ততা নিয়ে হালে কিছু প্রতিবেদন প্রকাশ হলেও সেখানে নেই ‘১৯৭১ সেই সব দিন’র নাম।


মন্তব্য করুন