Select Page

পর্দায় ভালোবাসার লড়াই

পর্দায় ভালোবাসার লড়াই

image_1251_350400আগামীকাল আরটিভি প্রযোজিত এবং শাহীন কবির টুটুল পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘এইতো ভালোবাসা’ মুক্তি পাচ্ছে। এই ছবিতে প্রথমবারের মত একসঙ্গে অভিনয় করেছেন ইমন আর নিরব, সাথে আছেন নিপুণসিদ্দিকসুদীপ কুমার দীপের সাথে আড্ডার চুম্বকাংশ প্রকাশিত হয়েছে দৈনিক কালের কন্ঠে।

কেমন হবে ‘এইতো ভালোবাসা’? পরিচালক টুটুল দর্শকের বিচারের উপর নির্ভর করতে চাইলে ইমন প্রতিবাদ জানালেন। পরিচালকের মনের মত শট দেয়ার জন্য বারবার ক্যামেরার সামনে দাড়িয়ে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অভিনয় করার কথা মনে করিয়ে দিলেন। সুতরাং, ফেল করলে দোষও কিন্তু পরিচালকের।

শ্যুটিং এ অনেক মজা হয়েছে বলে জানালেন নিপুন। ইমন-নিরব-টুটুল যেন ‘থ্রি স্টুজেস’ আর সিদ্দিক তো সবসময়ই হাসাতো।

কথায় কথায় স্বপন আহমেদের ‘পরবাসিনী’ ছবির কথাও উঠল। বাংলাদেশের প্রথম সায়েন্স ফিকশন ছবি নিয়ে ইমন দারুন আশাবাদী। ফটোশেসনের আগে ফোনে কথার পর কথা বলতে থাকার পর জানা গেল সিদ্দিক সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। জানা গেল, তার পরিবার অনেক আগে থেকেই রাজনীতির সাথে জড়িত। এলাকার লোকজনের অনুরোধে তিনি এবার আর না করছেন না।

আগামীকাল মুক্তি পাওয়ার পর বোঝা যাবে কেমন হল সেই ‘এই তো ভালোবাসা’, তার জন্য শুভকামনা।


মন্তব্য করুন