Select Page

পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় ‘প্রিয়তমা’

পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় ‘প্রিয়তমা’

বাংলাদেশে ব্লকবাস্টার ব্যবসার পর উত্তর আমেরিকা ও ডিজিটাল প্লাটফর্মে দারুণ সাড়া পেয়েছে হিমেল আশরাফ পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। আগামী শুক্রবার (৩ নভেম্বর) ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা রাজ্যের অর্ধ শতাধিক হলে মুক্তি পাবে সিনেমাটি। এ তথ্য দিয়েছেন ভারতে ‘প্রিয়তমা’র পরিবেশক সত্যদ্বীপ সাহা।

তিনি বলেন, ভারতে শাকিব খানের অনেক পপুলারিটি। যেহেতু বাংলাদেশে ছবিটি ব্লকবাস্টার হয়েছে, এ কারণে এখানকার দর্শক ‘প্রিয়তমা’ দেখতে চাইছেন। যদিও এখানে মুক্তি দিতে কিছুটা দেরি হয়েছে। কারণ, অনেকগুলো প্রসেস পার করে মুক্তি দিতে হয়। শাকিব খানের ভালো ছবি অনেকদিন পর পশ্চিমবঙ্গে রিলিজ হচ্ছে, তাই দর্শকদের আগ্রহও বেশি। আমি মনে করি কলকাতা, আসাম, ত্রিপুরার অনেকগুলো ভালো ভালো হলে ছবিটি চলতে পারে।

“গোটা ৫০টি হলে প্রিয়তমা মুক্তি পাবে। আমাদের লোকাল অনেক বড় বড় সিনেমা কিন্তু ৫০টি হল পায় না। যে যে অঞ্চলে বাংলাদেশের বর্ডার কানেকশন আছে সেইসব অঞ্চল বেশি টার্গেট করে আমার প্রিয়তমা মুক্তি দিচ্ছি। কারণ সেইসব জায়গায় শাকিব খানের ছবি বেশি চায় দর্শকরা। যদিও ওটিটিতে বাংলাদেশে মুক্তি পেয়েছে তবুও একটা রিসার্চ করে দেখেছি এখানে প্রিয়তমা কমার্শিয়ালি চলার সম্ভাবনা অনেক বেশি।”

পশ্চিমবঙ্গে ‘প্রিয়তমা’ মুক্তি দিচ্ছে ঢাকার দ্য অভি কথাচিত্রের জাহিদ হাসান অভি। তিনি বলেন, শাকিব ভাইয়ের প্রচুর ভক্ত আছে। যেটা আমরা অনলাইনে দেখি। এখানকার পরিবেশকদের কাছেও তিনি পরিচিত। আমার বিশ্বাস, ‘প্রিয়তমা’ যেখানে যেখানে মুক্তি পাবে খারাপ চলবে না।

ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে আরশাদ আদনানের প্রযোজনায় ‘প্রিয়তমা’তে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। খবর চ্যানেল আই অনলাইন।


Leave a reply