Select Page

পাঁচ বছর পর সাবিনা-রফিকুল

পাঁচ বছর পর সাবিনা-রফিকুল

45

গান রেকর্ডিংয়ের মাধ্যমে শুরু হল শাহ মোহাম্মদ সংগ্রাম পরিচালিত ‘বাসর হবে মাটির ঘরে’। এ সিনেমায় পাঁচ বছর পরে একসঙ্গে প্লেব্যাক করছেন সাবিনা ইয়াসমীন ও রফিকুল আলম। সম্প্রতি শওকত আলী ইমনের স্টুডিওতে গানটি ধারণ করা হয়। গানের শিরোনাম ‘আমি তোমার কাছে এলাম, আজ তোমার হয়ে গেলাম’।

নতুন গান প্রসঙ্গে রফিকুল আলম প্রথম আলোকে বলেন, ‘সঠিক তারিখটি মনে নেই। তবে অনেক দিন পর সাবিনা ইয়াসমীনের সঙ্গে গাইলাম। তাঁর সঙ্গে গান গেয়ে আমি বরাবরই স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ, ওনার সঙ্গে আমার টিউনটা মিলে যায়।’

নতুন এ গানটি লিখেছেন গীতিকার কবির বকুল। সুর ও সংগীত শওকত আলী ইমনের।

সাবিনা ইয়াসমীন বলেন, ‘অনেক ভালো লাগছে। রফিকুল আলমের সঙ্গে একসময় অনেক গান গেয়েছি। আজ (১৮ জুন) গাইতে এসে পুরোনো গানগুলোর কথা মনে পড়ছে।’

 


মন্তব্য করুন