Select Page

পাওলির মা নন বন্যা মির্জা

পাওলির মা নন বন্যা মির্জা

Bonna-Mirza

ভারতীয় অভিনেত্রী পাওলি দামকে কাস্ট করে সংবাদমাধ্যমে ঝড় তোলা ‘সত্তা’ চলচ্চিত্র থেকে সরে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। তিনদিন শুটিং করার পর হঠাৎ মঞ্চনাটকে সময় দিতে সরে দাঁড়ালেন তিনি। এখন তার পরিবর্তে অভিনয় করছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী শামীমা নাজনীন

এ প্রসঙ্গে বন্যা মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘তিন মাস আগে ছবিটির শুটিং শুরু করেছিলাম। কিন্তু পরে ছবির শুটিং শিডিউল মেলানোটা আমার জন্য খুব কষ্টকর হয়ে পড়ে। অনেক দিন থেকেই মঞ্চে ফেরার তাগিদ অনুভব করছিলাম। মঞ্চের জন্য তো টানা মহড়া করতে হয়। মহড়ার পেছনে অনেক সময়ের দরকার হয়। এসব কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও আমি ছবিটির কাজ করতে পারিনি।’

বন্যা আরও বলেন, ‘ছবির গল্প, পরিচালকসহ পুরো ইউনিটকে আমার খুব চমৎকার লেগেছে। আমার কারণে তাঁরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ জন্য দুঃখ প্রকাশ করছি। মনে হচ্ছে, একটি ভালো কাজ থেকে বঞ্চিত হলাম। সত্তা ছবি ও এর পুরো দলের জন্য আমার শুভকামনা থাকল।’

সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মিত ‘সত্তা’ পরিচালনা করছেন হাসিবুর রেজা কল্লোল।

 


মন্তব্য করুন