Select Page

পারমিতা বাংলাদেশি চলচ্চিত্রে কাজ করতে চান

পারমিতা বাংলাদেশি চলচ্চিত্রে কাজ করতে চান

63033_e1পারমিতা  মিত্র, যার মাথায় সমপ্রতি উঠেছে মিস মিসিসিপি মুকুট। শুধু তাই নয়, মিস মিসিসিপি হয়ে তিনি অংশ নিয়েছেন সদ্যসমাপ্ত মিস ইউএসএ প্রতিযোগিতায়ও।

মিস মিসিসিপি পারমিতা সম্প্রতি দেশে বেড়াতে এসেছেন।

বাংলাদেশী মিডিয়ায় কাজ করতে আগ্রহী কিনা এমন প্রশ্নের উত্তরে পারমিতা বলেন, অবশ্যই আগ্রহী। আমি বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্রে অভিনয় করতে চাই। ভাল কাজের প্রস্তাব পেলে করবো হয়তো।

পারমিতা একবছর বয়সে বাংলাদেশে ছেড়ে আমেরিকা যান। ২০০৯ সালে আমি মিসিসিপি টিন খেতাবে ভূষিত হন। চলতি বছরই মিস মিসিসিপি হয়েছেন। এরপর তিনি মিস ইউএসএ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

পারমিতা জানান, তার লক্ষ্য হলো নাসার নভোচারী হওয়া।  সে লক্ষ্যের দিকে এগিয়েও চলেছেন তিনি। বর্তমানে রকেট বিজ্ঞান নিয়ে পড়াশুনা করছেন।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন