Select Page

পারলার খুলছেন অপু বিশ্বাস

পারলার খুলছেন অপু বিশ্বাস

pic-04_231303

অভিনয়ের পাশাপাশি ব্যবসা করার ইচ্ছাটা অনেক দিনের। আগে দুইবার সিদ্ধান্ত নিয়েছিলেন, গুলশানে একটি আধুনিক পার্লার করবেন। কিন্তু কাজের চাপে সেটা সম্ভব হয়নি। এবার আর সিদ্ধান্তের নড়চড় করতে চান না অপু বিশ্বাস

এর মধ্যে পার্লার করার জন্য জায়গা দেখা শুরু করেছেন। সব কিছু ঠিক থাকলে ঈদের পর থেকেই ব্যবসাটা শুরু করতে চান এই অভিনেত্রী।

অপু কালের কণ্ঠকে বলেন, ‘অভিনয়ের পাশাপাশি অনেকেই বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। এতে বাড়তি উপার্জনের পাশাপাশি নিজের কাজের পরিধিটাও বাড়ে। এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রিতে ছবি নির্মাণের হার উল্লেখযোগ্য হারে কমছে। ফলে সবার মতো আমার হাতেও কাজ কম। তাই অবসর সময়টা ব্যবসার কাজে লাগাতে চাই।’

অপু এখন শাকিব খান ও কলকাতার অভিনেতা ইন্দ্রনীলের বিপরীতে ‘সম্রাট : দ্য কিং ইজ হেয়ার’ ছবির শুটিং করছেন।


মন্তব্য করুন

Shares