Select Page

পায়রা উড়িয়ে শুটিং শুরু

পায়রা উড়িয়ে শুটিং শুরু

# অনেকদিন পর সিনেমার শুটিংয়ে ফিরলেন শুভ
# ঢাকা অ্যাটাকের পরপর দুটি সিনেমা ভালো যায়নি
# সাপলুডুর জন্য বেশ সময় নিয়ে নিজেকে তৈরি করেছেন তিনি
# এর মাধ্য বড়পর্দায় অভিষেক হচ্ছে টেলিভিশনের নির্মাতা গোলাম সোহরাব দোদুলের
# আরো অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, জাহিদ হাসান, সালাউদ্দিন লাভলু প্রমুখ

‘সাপলুডুর শুটিংয়ে এখন আমি মানিকগঞ্জে। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ছবির শুটিং শুরু হয়েছে।’ এমনিভাবে দুটি লাইনের মাধ্যমে আরিফিন শুভ নতুন ছবি ‘সাপলুডু’র শুটিং শুরু হওয়ার কথা জানালেন। শনিবার থেকে মানিকগঞ্জের মনোরম কিছু লোকেশনে হচ্ছে এই ছবির শুটিং।

শুভর সঙ্গে অংশ নিয়েছেন জাহিদ হাসান, বিদ্যা সিনহা মিমসহ অনেক পরিচিত তারকারাও। পরিচালনা করছেন জনপ্রিয় নাট্য নির্মাতা গোলাম সোহরাব দোদুল।

আরিফিন শুভ বলেন, মানিকগঞ্জে অল্প কিছু সিনের দৃশ্য ধারণ হবে। এরপর সেখান থেকে আমরা পরবর্তী লোকেশনে যাবো।

মুসাফির, অস্তিত্ব ও ঢাকা অ্যাটাকের মত দর্শকপ্রিয় সিনেমা করে বেশ আলোচনার জন্ম দিয়ে ছিলেন শুভ। তবে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটি করার পর বেশকিছু দিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিলো না এই অভিনেতার। মাঝখানে কলকাতায় ‘আহারে’ নামের একটি ছবিতে শুটিংয়ের খবর নিয়ে শিরোনাম হয়েছিলেন। তাও সেটা চলতি বছরের শুরুর দিকে। তবে এবার ‘সাপলুডু’ নিয়ে ফিরছেন এই তারকা অভিনেতা। যে ছবিটি নিয়ে তিনি নিজেও বেশ আশাবাদী।

এতোদিন পর নতুন ছবিতে, কেন?-এমন প্রশ্নে শুভ জানিয়েছিলেন, গত কয়েক মাসের মধ্যে আমি নিতে পারি, এমন কোনো গল্প হাতে পাই নাই। গোলাম সোহরাব দোদুলের গল্পটা শুনে আমার মনে হয়েছে, দর্শক এনজয় করবে। মানে অ্যাকশন-থ্রিলার বেইজড। নতুন একটা ডাইমেনশন থাকবে। শুধু তাই না, শুভর দাবী, ছবিটি এ বছরের ওয়ান অব দ্য বিগেস্ট অ্যাকশন-থ্রিলার ফিল্ম হতে যাচ্ছে।

ছবির গল্পটা বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে। পুরো ছবির শুটিংও দেশের বিভিন্ন জায়গায় হবে। শুটিং হবে টেকনাফ, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায়।

এছাড়া শুভর হাতে আছে নঈম ইমতিয়াজ নেয়ামুলের তারকাবহুল ছবি ‘জ্যাম’।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন ও চ্যানেল আই


মন্তব্য করুন